Kolkata News: পুলিশ-পুরসভার উচ্ছেদ অভিযানে নিউমার্কেটে ধুন্ধুমার, স্থানীয় ব্যবসায়ী-হকার সংঘর্ষে বন্ধ বাজার

নিউ মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, অন্তত ৪০-৫০ জন আমাদের উপর হামলা চালিয়েছে। তাদের সবার হাতে রড ছিল বলে অভিযোগ। আচমকা এই হামলায় ব্যবসায়ী ইউনিয়নের একজন আহত হয়েছেন বলেও অভিযোগ।

Kolkata News: পুলিশ-পুরসভার উচ্ছেদ অভিযানে নিউমার্কেটে ধুন্ধুমার,  স্থানীয় ব্যবসায়ী-হকার সংঘর্ষে বন্ধ বাজার
হকার-স্থানীয় ব্যবসায়ী সংঘর্ষে উত্তপ্ত নিউ মার্কেট (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হকারদের সঙ্গে শ্রীরাম মার্কেট কর্তৃপক্ষের ঝামেলার জেরে চল্লিশ মিনিট বন্ধ থাকল ওবেরয় গ্রান্ডের সামনে দুদিকের রাস্তার যান চলাচল। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন ব্যবসায়ীরা। কেউ কেউ রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান বলেও অভিযোগ। এদিন শ্রীরাম মার্কেটের ব্যবসায়ীরা জানান, হকারদের একাংশ এসে তাদের মার্কেটের সামনের পার্কিং সরাতে বলেন। হকারদের সেই দাবি মানতে না চাইলে হকাররা চড়াও হন শ্রীরাম মার্কেটের সম্পাদকের ওপর। তার গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ। একইসঙ্গে, হকাররা প্রাণে মারার হুমকি দেন বলেও অভিযোগ শ্রীরাম মার্কেটের ব্যবসায়ী বৃন্দের। ওই হকারদের শাস্তির দাবিতে এবং তাদের দ্রুত গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে শ্রীরাম মার্কেট কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা। 

নিউ মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, 'অন্তত ৪০-৫০ জন আমাদের উপর হামলা চালিয়েছে। তাদের সবার হাতে রড ছিল বলে অভিযোগ।' আচমকা এই হামলায় ব্যবসায়ী ইউনিয়নের একজন আহত হয়েছেন বলেও অভিযোগ। ঘটনার প্রতিবাদে স্থায়ী ব্যবসায়ীরা নিউ মার্কেট চত্বর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন: https://tribetv.in/The-permission-of-the-Chief-Justice-to-file-a-case-regarding-the-release-of-the-land-of-the-port

গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘরব থেকে নির্দেশ দিয়েছিলেন অবৈধ ভাবে ফুটপাথ দখল করে থাকা বেআইনি হকারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে। পুলিশমন্ত্রীর গ্রিন সিগন্যাল পাওয়ার পরই মঙ্গলবার থেকে কার্যত অ্যাকশন মোডে দেখা যাচ্ছে পুলিশ-পুরসভাকে। বেআইনি হকারদের তুলে দিতে সল্টলেক থেকে সোনারপুর সব জায়গায় অভিযানে নেমেছে প্রশাসনিক কর্তারা। আর এই হকার উচ্ছেদ নিয়ে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা রীতিমত উত্তপ্ত হয়ে উঠল। 

আরও পড়ুন: https://tribetv.in/Ex-BJP-state-President-Dilip-Ghoshs-Positions-analytics-in-BJP-of-West-Bengal

এদিকে বেআইনি হকারদের তুলে দিতে সল্টলেক থেকে সোনারপুর সব জায়গায় অভিযানে নেমেছে প্রশাসনিক কর্তারা। আর এই হকার উচ্ছেদ নিয়ে রাজ্য সরকারের অবস্থান প্রসঙ্গে কড়া সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ পুর্নবাসনের জায়গা না দিয়েই হকার উচ্ছেদ। কোন ফর্মুলায় হকার উচ্ছেদ, প্রশ্ন তুলে সরব হয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।