বৃষ্টি কমলেও ভোগান্তি থেকে রেহাই নেই, একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

একটানা বৃষ্টিতে ভোগান্তি শুধু শহর এলাকাতেই নয়, চিন্তা বাড়িয়েছে উত্তরবঙ্গেরও। মৌসুমী বায়ু সক্রিয় হতেই আলিপুরদুয়ারে ফের 'লাল' সতর্কতা। আবহাওয়া দফতরের তরফে অতিরিক্ত ভারী বর্ষণের সতর্কতা জারি উত্তরবঙ্গে। জানুন আরও...

বৃষ্টি কমলেও ভোগান্তি থেকে রেহাই নেই, একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রবিবার সকাল থেকে আকাশের মুখ কিছুটা উজ্জ্বল থাকলেও লাগাতার বৃষ্টির জেরে দুর্ভোগ বাড়ছে বাংলার। গত কয়েক দিনের বৃষ্টিতে জলমগ্ন শহর ও শহরতলির একাধিক এলাকা। জলযন্ত্রণাও সহ্য করতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। স্বস্তি নেই উত্তরবঙ্গবাসীর। বৃষ্টির জল না জমলেও, ফুঁসে উঠেছে তিস্তা, জলঢাকা সহ একাধিক নদী। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে ফিরল ভারী বর্ষণের লাল সতর্কতা। এই অবিরাম বৃষ্টি থেকে কবে মিলবে রেহাই? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।  

পূর্বাভাস ছিলই। শুক্রবার সন্ধ্যা থেকেই বৃষ্টি আরও বাড়তে থাকে কলকাতা ও রাজ্যের অন্যান্য জেলায়। রাতভর প্রবল বৃষ্টি হয়েছে শহরজুড়ে। শনিবার সকাল থেকে কার্যত সূর্যের দেখা মেলেনি। বৃষ্টি মাঝে মাঝে থামছে ঠিকই, তবে খুব বেশি বিরাম নেই। এমন বৃষ্টিতে বরাবরই জল জমতে দেখা যায় কলকাতার বিস্তীর্ণ অংশে। এবারও তার অন্যথা হয়নি। একরাতের জোরাল বৃষ্টিতে হাঁটু সমান জল জমেছে সল্টলেক সেক্টর ফাইভ থেকে করুনাময়ী। দক্ষিণ কলকাতার একাধিক জায়গা, ই এম বাইপাস। অন্যদিকে এয়ারপোর্ট চত্বর, ভিআইপি রোডেও জমেছে জল। কলকাতা-সংলগ্ন পাতিপুকুর আন্ডারপাসেও জল জমেছে।

টানা বর্ষণের দুর্ভোগের ছবি ধরা পড়েছে রাজ্যের আরও অন্যান্য জায়গাতেও। শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দমদমে। ফলে ওই সব জায়গার জলের ওপর দিয়ে যাতায়াত করতে বেশ অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তবে এরই মাঝে আশার কথা শোনাল হাওয়া অফিস। বেলা বাড়লেই দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির প্রভাব। ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় পুরোপুরি ঝাড়খণ্ড থেকে সরে যাবে এই নিম্নচাপ। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। ফলে রবিবার বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে। 

আরও পড়ুন: https://tribetv.in/Due-to-heavy-rain-flood-situations-is-occurred-some-areas-of-south-Bengal-people-facing-trouble

নাগাড়ে বৃষ্টিতে ভোগান্তি শুধু শহর এলাকাতেই নয়, চিন্তা বাড়িয়েছে উত্তরবঙ্গেরও। মৌসুমী বায়ু সক্রিয় হতেই আলিপুরদুয়ারে ফিরে এল ‘লাল’ সতর্কতা। শুক্রবার আবহাওয়া দফতরের তরফে অতিরিক্ত ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয় উত্তরবঙ্গে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ভুটান পাহাড়েও।

সিকিম ও ভুটানে বৃষ্টি হলে ভাসতে পারে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই ধস নামতে শুরু করেছে উত্তরের একাধিক এলাকায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় অতিভারী বর্ষণের ‘কমলা’ সতর্কতা জারি হয়েছে। এখানে বিক্ষিপ্তভাবে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। আগামী ৬ আগস্ট পর্যন্ত অতিভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। 

আরও পড়ুন: https://tribetv.in/Assembly-is-going-to-be-busy-on-the-proposal-of-the-division-of-Bengal-on-Monday-as-well

 অন্যদিকে, ধসে বিধ্বস্ত কেরলের ওয়েনাড কার্যত শ্মশানপুরীতে পরিণত হয়েছে। এবার বাংলাতেও সেই আশঙ্কা দেখছেন অনেকে। বিশেষত, পাহাড়ি নদীতে জল বাড়লে কী হতে পারে? তার সাক্ষী তিস্তাপারের বাসিন্দারা। তাই প্রশাসন আগাম সতর্কতা নেবে, এমনটাই আশা এখানকার বাসিন্দাদের।