দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি, পুলিশের লৌহ কপাটের সামনে অবস্থান বিক্ষোভ চিকিৎসকদের

জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান ঘিরে নিরাপত্তার ব্রজআটুঁনি দেখা যায় পুলিশের। পুলিশি নিরাপত্তায় বিবি গাঙ্গুলী স্ট্রিট থেকে লালবাজার প্রায় ৪০০ মিটার দূরে দুটি ব্যারিকেড করা হয়।

দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি, পুলিশের লৌহ কপাটের সামনে অবস্থান বিক্ষোভ চিকিৎসকদের

অভ্রদ্বীপ দাস, কলকাতা: আরজি কর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটে পুলিশের ভূমিকা রয়েছে সক্রিয়। শুধু তাই নয়, ১৪ অগাস্ট রাতে আরজি করের তাণ্ডবে পুলিশের নিশ্চুপ থাকা নিয়ে প্রশ্ন তুলে সরব আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সোমবার WEST BENGAL JUNIOR DOCTORS'FRONT এর তরফে আরজি করের চিকিৎসক তরুণীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নামেন জুনিয়র চিকিৎসকরা। হাতে লাল গোলাপ নিয়ে এদিন শান্তিপূর্ণভাবে লালবাজার অভিযানে নামেন তারা। 

সোমবার লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকদের মূল দাবি ছিল, সিপি বিনীত গোয়েলের পদত্যাগের। তাদের দাবি, ১৪ অগাস্ট রাতে পুলিশ নিষ্ক্রিয় থেকে RG Kar হাসপাতালে পরিকল্পিত গুণ্ডা আক্রমণকে সফল হতে দেওয়ার প্রতিবাদে এবং ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রমাণ লোপাটে কলকাতা পুলিশের সক্রিয় ভূমিকা এবং দাবিতে এবং "প্রমাণ লোপাটে দায় কার বুঝে নিতে লালবাজার" অভিযানে নামেন তাঁরা । কলেজ স্কোয়ারে জমায়েত করে লালবাজারে যায়। WEST BENGAL JUNIOR DOCTORS'FRONT এর লাল বাজার অভিযানের সঙ্গে যোগ দেয় সংগামী যৌথ মঞ্চের সদস্যরাও।

আরও পড়ুন: https://tribetv.in/Ashokenagar-Tmc-leader-Atish-Sarkar-make-controversy-over-his-comments

অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান ঘিরে নিরাপত্তার ব্রজআটুঁনি দেখা যায় পুলিশের। পুলিশি নিরাপত্তায় বিবি গাঙ্গুলী স্ট্রিট থেকে লালবাজার প্রায় ৪০০ মিটার দূরে দুটি ব্যারিকেড করা হয়। একটি ব্যারিকেড কলকাতা পুলিশের ছোট গার্ডরেল দিয়ে করা হয়। দ্বিতীয় ব্যারিকেড করা হয় ঠিক তার পরেই। সেই ব্যারিকেডটি প্রায় ১০ফুট উচ্চতার লোহার ব্যারিকেড সেই ব্যারিকড লোহার চেন দিয়ে তালা দিয়ে আটকানো হয়। এবং তৃতীয় ব্যারিকেড করা হয়েছে লালবাজার থেকে ৫০ মিটারের মধ্যে সেই ব্যারিকেডটিও ১০ ফুট উচ্চতার।

আরও পড়ুন: https://tribetv.in/Sandip-Ghosh-again-enters-cbi-office-CGO-Complex-after-two-days

এক কথায় লাল বাজার অভিযান ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করে পুলিশ। কলকাতা পুলিসের বিশাল বাহিনী বিবি গাঙ্গুলী স্ট্রিট থেকে শুরু করে লালবাজার এর দুটি গেট সহ একাধিক জায়গায় মোতায়ন করা হয়েছে । কলকাতা পুলিশের বিশাল বাহিনীর নেতৃত্বে যুগ্ম কমিশনার পদ মর্যাদার আধিকারিক, ডেপুটি কমিশনার পদ মর্যাদার অধিকারীক, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক সহ বিভিন্ন থানার ওসিরা । পুলিশের সঙ্গে হেলমেট বর্ম লাঠি এবং কাঁদানে গ্যাসের শেল নিয়ে একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় লালবাজার।