প্রবাসে দুর্গা পুজো, শঙ্কুর হাতের তৈরি প্রতিমা পাড়ি দেবে মার্কিন মুলুকে

পূর্ব বর্ধমান জেলার জাহাননগর পঞ্চায়েতের মাগনপুর এলাকার প্রত্যন্ত গ্রামের শিল্পীর শিল্প নৈপূন্যের ছোঁয়ায় কাঠ ও ফাইবার দিয়ে তৈরি দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে আমেরিকায় (America)।

প্রবাসে দুর্গা পুজো, শঙ্কুর হাতের তৈরি প্রতিমা পাড়ি দেবে মার্কিন মুলুকে
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: আকাশে-বাতাসে এখনও শরতের মেঘের আনাগোনা শুরু হয়নি। তবে খাতায় কলমে শুরু হয়ে গিয়েছে আশ্বিনের শারদপ্রাত। দীর্ঘ অপেক্ষার পর বছর ঘুরে ফের উমা আসবেন মর্ত্যে। উমার আগমণের জন্য চলছে জোর প্রস্তুতি। কুমোরটুলিগুলিতে এখন ব্যাস্ততা তুঙ্গে। মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দেওয়ার জন্য চলছে জোর প্রস্তুতি। শুধু বাংলাতেই নয়। মৃৎশিল্পীদের শিল্প নৈপূন্যের ছোঁয়ায় কাঠ ও ফাইবার দিয়ে তৈরি দুর্গা প্রতিমা এবার পাড়ি দিচ্ছে সুদূর আমেরিকায়। 

পূর্ব বর্ধমান জেলার জাহাননগর পঞ্চায়েতের মাগনপুর এলাকার প্রত্যন্ত গ্রামের শিল্পীর শিল্প নৈপূন্যের ছোঁয়ায় কাঠ ও ফাইবার দিয়ে তৈরি দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে আমেরিকায় (America)। আগামী বুধবারই আমেরিকার লইশিয়ানা রাজ্যের ইলিনুইজ স্ট্রিটে, প্রবাসী বাঙালি অনিমেষ রায়ের পারিবারিক পুজো উপলক্ষে তা পারি দেবে। মাগনপুর এলাকার বাসিন্দা তাপস দের বন্ধু স্বরুপগঞ্জের বাসিন্দা অনিমেষ রায়। তাঁর পরিবারসহ আমেরিকায় বসবাস করেন। গত দু'মাস আগে অনিমেষ রায় তার বাড়িতে দুর্গাপুজো করবেন বলে মনস্থির করেন। এরপরই বন্ধু তাপসকে তাঁর এলাকা থেকে একটি ঠাকুর পাঠানোর জন্য বলেন। 

 জানা গিয়েছে, অনিমেষের এই প্রস্তাবের পরই তাপস দে প্রতিমা বানানোর জন্য যোগাযোগ করেন মাগনপুরের মৃৎশিল্পী শঙ্কু দেবনাথের সঙ্গে। অর্ডার পেয়েই ঠাকুর তৈরি করতে শুরু করেন শঙ্কু। ইতিমধ্যেই কাজ প্রায় ৯০% শেষ ওই শিল্পীর। ছোটবেলা থেকেই মডেল তৈরির ওপর ঝোঁক ছিল শঙ্কুর। সেই মতন উচ্চমাধ্যমিক পড়া শেষ করার পরই কৃষ্ণনগরের বিখ্যাত ঘূর্ণির শিল্পীদের থেকে প্রশিক্ষণ নেয় সে। এর আগেও বিভিন্ন মনীষীদের মূর্তি বানিয়েছে শঙ্কু। আর এর পরই সুদুর আমিরিকা থেকে দুর্গা তৈরীর বরাত পাওয়ায় উচ্ছ্বসিত ওই শিল্পী। দিনের সাত থেকে আট ঘণ্টা পরিশ্রম করে মূর্তি তৈরির কাজ করছে সে। তার সঙ্গ দিচ্ছে তার বাবা মদন দেবনাথ এবং একজন সাহায্যকারীও। শঙ্কুর কথায়, দুর্গা প্রতিমার মাথায় যে চুল লাগানো হবে, সেটিও শ্যাম্পু দিয়ে ধোঁয়া পর্যন্ত যাবে। স্বভাবতই প্রত্যন্ত গ্রামের যুবক শঙ্কুর  দেবী প্রতিমা আমেরিকায় পাড়ি দেওয়ায় খুশি গ্রামের সকলেই।