Earthquake India: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক, দুয়ারে বিপদ ভারত-নেপালেরও!

ভারতীয় উপমহাদেশের একাধিক এলাকা প্রবল ভূমিকম্পপ্রবণ। ভারতে বেশ কয়েকটি অঞ্চল রয়েছে উচ্চমাত্রার ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যে।

Earthquake India: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক, দুয়ারে বিপদ ভারত-নেপালেরও!

ট্রাইব টিভি ডিজিটাল:  প্রকৃতির রুদ্ররোষ থেকে রেহাই নেই! ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক-সিরিয়া। ঘটনার তিনদিন পার এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজার। এখনও সেই সংখ্যা বাড়ছে বৈ কমছে না। প্রবল ভূমিকম্প পৃথিবী থেকে কেড়ে নিয়েছে হাজার হাজার মানুষকে। পরিবার থেকে স্বজন নিশ্চিহ্ন করেছে সবটাই। শুধু দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশ তুরস্কই নয়। শিয়রে সংক্রান্তি ভারতীয় উপমহাদেশের একাধিক এলাকার।   

শতাব্দীর ভয়ঙ্করতম ভূমিকম্প বলা হচ্ছে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পকেই। একবার নয় পরপর তিনবার উচ্চমাত্রার কম্পনে কেঁপে উঠেছে তুরস্ক। প্রথমবারে রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৭ ছিল। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী, এরপর দুবার যথাক্রমে ৭.৬ ও ৬ কম্পনে কেঁপে ওঠে তুরস্ক। এছাড়াও, বেশ কয়েকটি ছোট ও মাঝারি মাত্রার কম্পনও হয়েছে। পৃথিবীর একাধিক ভূমিকম্পপ্রবণ এলাকা নিয়েও উঠছে প্রশ্ন। আজ বাদে কাল তেমন এলাকাও ভূমিকম্পের কবলে পড়লে কীভাবে সামাল দেবে প্রশাসন? ভারতও এই তালিকার বাইরে নয়।

ভারতীয় উপমহাদেশের একাধিক এলাকা প্রবল ভূমিকম্পপ্রবণ। ভারতে বেশ কয়েকটি অঞ্চল রয়েছে উচ্চমাত্রার ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যে। যেগুলি বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে হাই-সিসমিক জোন। এই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকা জরুরি। এর মধ্যে রয়েছে উত্তরপূর্ব ভারত, জম্মু কাশ্মীরের কিছুটা এলাকা, হিমাচল প্রদেশ, উত্তরাঞ্চল, কচ্ছের রাণ, উত্তর বিহার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীরের বাকি এলাকা, হিমাচল প্রদেশ, দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চল, সিকিম, উত্তরপ্রদেশের উত্তর এলাকা, বিহার, পশ্চিমবঙ্গ, গুজরাটের কিছু এলাকা, মহারাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অংশ ও রাজস্থান।

শুধু ভারতীয় অঞ্চলগুলিই নয়, তীব্র ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে ভারতের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ নেপালেরও। হিমালয়ের পাদদেশে নেপাল যে টেকটোনিক প্লেটের ওপরে বসে রয়েছে, সেটার ওপরেই রয়েছে ভারতের উত্তর অংশ। সেখানে কোনও ভূমিকম্প হলে তা তুরস্কের ভূমিকম্পের চেয়েও ভয়াবহ হতে পারে।

বিশেষ করে কাঠমান্ডুর মতো শহরগুলো বেশি ঝুঁকিপ্রবণ এলাকার মধ্যে রয়েছে। কারণ এই শহরটি নরম শিলা পাথরের পুরু স্তরের ওপরে তৈরি হয়েছে। ফলে ভূমিকম্প হলে সেখানে কম্পন বেশি অনুভূত হবে। ২০১৫ সালে ইন্ডিয়ান প্লেট এবং তিব্বত প্লেটের সংঘর্ষে নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু আর এক লাখের বেশি মানুষ আহত হয়েছিল।