নিয়োগ দুর্নীতিতে টলিযোগ, অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ED-র

কুন্তল ঘোষের গ্রেফতারির পর থেকেই একের পর এক নাম সামনে উঠে আসছে। পূর্বে নেতার যোগসূত্রে অনেককেই তলব করেছে তদন্তকারীরা।

নিয়োগ দুর্নীতিতে টলিযোগ, অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ED-র

ট্রাইব টিভি ডিজিটাল: নিয়োগ দুর্নীতি মামলায় ফের টলিযোগ। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল অভিনেতা বনি সেনগুপ্তর। ধৃত কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে টলি অভিনেতা বনি সেনগুপ্তর বিরুদ্ধে। 

নিয়োগ দুর্নীতির রহস্যভেদ করতে আরও তৎপর ইডি। এই প্রথম কোনও অভিনেতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগেই এক রহস্যময়ী টলিউড অভিনেত্রী প্রসঙ্গ উঠে এসেছে নিয়োগ দুর্নীতিরা তদন্তে। আর এবার একেবারে তলব করা হল টলি অভিনেতা বনি সেনগুপ্তকে। চলতি সপ্তাহে ইডি দফতরে তলব করা হয়েছে টলি অভিনেতা বনি সেনগুপ্তকে। ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি দেখে বনির নাম সামনে এসেছে। এরপরই বনিকে তলব করেন তারা। যেখানে কিছুদিন ধরে শিক্ষক কেলেঙ্কারিতে উঠে আসছে এক অভিনেত্রী প্রসঙ্গ ঠিক সেই সময় বনি সেনগুপ্তকে তলব। জানা গিয়েছে, চলতি সপ্তাহে কুন্তলের কয়েকজন এজেন্টকেও তলব করেছে ইডি।

কুন্তল ঘোষের গ্রেফতারির পর থেকেই একের পর এক নাম সামনে উঠে আসছে। পূর্বে নেতার যোগসূত্রে অনেককেই তলব করেছে তদন্তকারীরা। আর টলিউড যোগ উঠে এলো নিয়োগ দুর্নীতিরা কাহিনীতে। সূত্রের খবর, শুক্রবার সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে তলব করা হয়েছে অভিনেতাকে। দাবি, নিয়োগ দুর্নীতিরা অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে বনির আর্থিক লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরেই তলব করা হয়েছে অভিনেতাকে। নিজের আয় ব্যয় সংক্রান্ত নথি নিয়ে তাকে ইডি দফতরে হাজির হতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে কখনই সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা না গেলেও ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বনি সেনগুপ্ত যোগ দিয়েছিলেন বিজেপিতে। সাংসদ দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিয়েছিলেন বনি। পরে ২০২২-এ বিজেপি ছাড়ার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন অভিনেতা। টুইটে তিনি উল্লেখ করেছিলেন, বিজেপি যে প্রতিশ্রুতি করেছিল, তা তারা রাখতে পারেনি। সে কারণেই বিজেপি ছাড়েন তিনি।