Ration Scam News: রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রীর রাত কাটল ED-র দুয়ারে, আজ থেকে জেরা শুরু বালুর

২৭ অক্টোবর ভোররাত ৩টে ২০ নাগাদ গ্রেফতার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী (Food Minister) তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এরপর তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য জোকা ESI-তে।

Ration Scam News: রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রীর রাত কাটল ED-র দুয়ারে, আজ থেকে জেরা শুরু বালুর
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। সুস্থ আছেন রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী Jyotipriya Mallick। সোমবার সন্ধ্যায় ছুটি দিয়ে দেওয়া হয়েছে বর্তমান খাদ্যমন্ত্রীকে। আর তারপর ED হেফাজতে নেওয়া হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। সূত্রের খবর, রেশন বন্টন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীকে আজ থেকেই জেরা শুরু করবে ED। ইডি সূত্রে খবর, আজ সকাল থেকেই শুরু হতে পারে জ্যোতিপ্রিয় মল্লিককে টানা জেরা। গতকাল রাতে জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করা হয়নি। পাশাপাশি ইডি দফতরের সেলে জ্যোতিপ্রিয়র থাকার জন্য আলাদা ব্যবস্থা। নিরাপত্তার দায়িত্বে ২জন কেন্দ্রীয় জওয়ান ও ১ জন রাজ্য পুলিশের কনস্টেবল।

এদিকে, জ্যোতিপ্রিয়র পরিবার থেকে পোশাক ও পাখা দেওয়া হয়েছে। পরিবার থেকে দেওয়া হয়েছে বাড়ির খাবার। গতকাল হাসপাতাল থেকে হেঁটেই বেরোন বনমন্ত্রী। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত বনমন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় ইডি। রাতের খাবার নিয়ে হাসপাতালে আসেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। সূত্র মারফৎ খবর, আজ ED-র তরফে মন্ত্রীর আকছ থেরকে চাওয়া হতে পারে সম্পত্তির খতিয়ান। মনে করা হচ্ছে, ধৃত বাকিবুর রহমানকেও জ্যোতিপ্রিয়র সামনাসামনি বসিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। শুধু তাই নয়, রেশন দুর্নীতির শিকড় কত গভীরে তা জানতে রহস্যের জট খুলতে আজকে ফের জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে'কে ডেকে পাঠিয়েছে ইডি। 

প্রসঙ্গত, টানা ২০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ-তল্লাশির পর গত ২৭ অক্টোবর সল্টলেকের বিসি ব্লকের নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। গত শুক্রবার ভোররাত ৩টে ২০ নাগাদ গ্রেফতার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী (Food Minister) তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এরপর তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য জোকা ESI-তে। এরপর সেখান থেকে শুক্রবারই মন্ত্রীকে তোলা হয় আলিপুর ব্যাঙ্কশাল আদালতে। আগামী ৬ নভেম্বর পর্যন্ত ED হেফাজতের নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশ শুনেই এজলাসে জ্ঞান হারান প্রাক্তন খাদ্যমন্ত্রী। এরপরই আদালত নির্দেশ দেয়, অসুস্থ মন্ত্রীকে তাঁর পরিবার ইচ্ছামত হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন। এমনকি ইডি হেফাজতে থাকাকালীন বাড়ির খাবার খেতে পারবেন মন্ত্রী।