চাপ বাড়ল সিসোদিয়ার, সিবিআইয়ের পর ইডির হাতেও গ্রেফতার মণীশ

বৃহস্পতিবার তিহার জেলে গিয়ে ইডি আধিকারিকরা তাঁকে জেরা করেন। তারপরই মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়।

চাপ বাড়ল সিসোদিয়ার, সিবিআইয়ের পর ইডির হাতেও গ্রেফতার মণীশ

ট্রাইব টিভি ডিজিটাল: কিছুতেই মিলছে না স্বস্তি। ফের চাপ বাড়ল মণীশ সিসোদিয়ার। সিবিআইয়ের পর এবার ইডির (ED) হাতে গ্রেফতার দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সিসোদিয়া। বৃহস্পতিবার জেলবন্দি আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

বৃহস্পতিবার তিহার জেলে গিয়ে ইডি আধিকারিকরা তাঁকে জেরা করেন। তারপরই মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়। এর আগে একই মামলায় তাঁকে গ্রেপ্তার করেছিল সিবিআই। সেই মামলায় তিনি এই মুহূর্তে তিহার জেলে বন্দি। শুক্রবারই মনীশ সিসোদিয়ার জামিনের শুনানি হওয়ার কথা। ঠিক তার আগের দিন ইডি তাঁকে গ্রেফতার করে। ফলে জোড়া গ্রেফতারিতে আরও বিপাকে পড়লেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় একসঙ্গে তদন্ত করছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা-ইডি ও সিবিআই। দীর্ঘ কয়েক মাস ধরে দফায় দফায় জেরা, তল্লাশির পর গত মাসে ২৬ তারিখ সিবিআই মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে। এরপরই তিনি দিল্লির উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন।

বর্তমানে তিহাড় জেলই ঠিকানা হয়েছে আপ নেতার। আবগারি নীতি দুর্নীতি মামলার তদন্তেই বিগত দুই দিন ধরে ইডি জেলে গিয়েই জেরা করা হয় মণীশ সিসোদিয়াকে। এরপরই বৃহস্পতিবার সিসোদিয়াকে গ্রেফতার করে ইডি। ইডির এই গ্রেফতারিতে মণীশ সিসোদিয়ার জন্য আবগারি নীতি দুর্নীতি মামলা আরও জটিল হয়ে উঠল। সিসোদিয়া ইতিমধ্যেই সিবিআইয়ের বিশেষ আদালতে জামিনের আবেদন করেছেন।

এদিকে ইডির গ্রেফতারির খবর পাওয়ার পরই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল টুইট করে জানান, প্রথমে সিবিআই মণীশকে গ্রেফতার করল। সিবিআইয়ের কাছে কোনও প্রমাণ নেই, তল্লাশি অভিযানেও কোনও টাকা উদ্ধার হয়নি। আগামীকাল জামিনের শুনানি রয়েছে। মণীশ আগামিকালই জামিন পেয়ে যেত। সেই কারণেই আজ ইডি গ্রেফতার করল তাঁকে। এদের সকলের একটাই লক্ষ্য, যেভাবেই হোক মণীশকে জেলের ভিতরে রাখতে হবে, সেই জন্য প্রতি দিন ভুয়ো মামলা তৈরি করা হচ্ছে। সাধারণ মানুষ সব কিছু দেখছে। সাধারণ মানুষই এর জবাব দেবে।