Recruitment Scam: জন্মদিনেই পেলেন সমন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ED তলব

ইডির তলবে আগামীকাল সিজিওতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে কয়লা-কেলেঙ্কারিতে ও পরে নিয়োগ দুর্নীতির মামলায় তলব করা হয়েছিল তাঁকে। বিস্তারিত জানুন...

Recruitment Scam: জন্মদিনেই পেলেন সমন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ED তলব
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED)। লক্ষ্মীবারে ফের CGO-তে সমন Abhishek Banerjee কে। এই নিয়ে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টটর। সূত্রের খবর, বৃহস্পতিবার (9 November) সকাল ১১টায় সিজিও'তে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে।

তৃণমূল সূত্রে খবর, ইডির তলবে আগামীকাল সিজিওতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে কয়লা-কেলেঙ্কারিতে ও পরে নিয়োগ দুর্নীতির মামলায় তলব করা হয়েছে অভিষেককে। তাঁর পুরো পরিবারকেও ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তৃণমূলের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই অভিষেককে বারবার হেনস্থা করা হচ্ছে। যদিও ED-র দ্বিতীয় তলবে হাজিরা দেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই গত ২ অক্টোবর বকেয়া বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্না কর্মসূচি ছিল তৃণমূলের। সেই কর্মসূচির নেতৃত্বের দায়িত্বে ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে। তবে দলীয় সূত্রে খবর, এবার ইডির ডাকে আগামীকাল নির্ধারিত সময়েই হাজিরা দেবেন তিনি। 

জানা গিয়েছে, কয়লা-দুর্নীতি মামলায় দিল্লিতেও ইডি দফতরে তলব করা হয়েছিল অভিষেককে। হাজিরাও দিয়েছিলেন তিনি। পরে কলকাতায় সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় সংস্থার অফিসে তিনি হাজিরা দেন। হাজিরা দিতে হয়েছিল তাঁর স্ত্রী রুজিরাকেও। তবে এখানেই শেষ নয়, নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পর ফের সামনে আসে অভিষেকের নাম। তাঁর সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস-এর কর্মী ছিলেন সুজয়কৃষ্ণ। বর্তমানে শারীরিক অসুস্থতা নিয়ে SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সম্প্রতি তার স্বাস্থ্যের খোঁজ নিতে SSKM-এ সারপ্রাইজ ভিজিটেও যান ED আধিকারিকরা। যদিও সেই সময় দেখা হয়নি হাসপাতালের সুপারের সঙ্গে। যারফলে তখন খালি হাতেই ফিরতে হয় কেন্দ্রীয় গোয়েন্দাদের। 

 এরপরই নিয়োগ দুর্নীতি মামলাতেও একাধিকবার তলব করা হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদকে। হাজিরাও দিয়েছেন তিনি। নবজোয়ার কর্মসূচি চলাকালীন একবার কেন্দ্রীয় সংস্থার হাজিরা এড়িয়ে যান অভিষেক। এদিকে, মাস খানেক আগেই তাঁর পুরো পরিবারকে তলব করা হয়েছিল। মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও স্ত্রী রুজিরার কাছেও গিয়েছিল ইডি-র নোটিস। লতা ও অমিত হাজিরা না দিলেও, হাজিরা দিয়েছিলেন সাংসদের স্ত্রী। এবার তদন্তকারীরা অভিষেকের জন্য কী প্রশ্ন সাজাচ্ছে, সে দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।