BJP Nabanna Abhiyan: প্রত্যেক রাজনৈতিক দলের আন্দোলন করার অধিকার আছে: অধীর চৌধুরী

'বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দেওয়ার দরকার নেই' বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

BJP Nabanna Abhiyan: প্রত্যেক রাজনৈতিক দলের আন্দোলন করার অধিকার আছে: অধীর চৌধুরী

ট্রাইব টিভি ডিজিটাল: মঙ্গলবার সকাল থেকেই BJP-র নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমারকাণ্ড কলকাতায়। বিজেপির নবান্ন অভিযানে রাজ্য পুলিশের বাধা দেওয়া প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ''প্রত্যেক দলের আন্দোলন করার অধিকার আছে। বিজেপি দলকে তৃণমূলের ভালো নাও লাগতে পারে। কিন্তু একদিন দুই দলের মধ্যে সখ্যতা ছিল। দুই দল নির্বাচনী সখ্যতা করে এই রাজ্যে ভোটে জিততে চেয়েছিল। দিদিভাই এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন। স্বাভাবিকভাবেই দিদি বা তৃণমূল বিজেপিকে চেনে না এটা তো নয়। প্রত্যেক রাজনৈতিক দলের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করার অধিকার আছে বলে আমি মনে করি''। 

তিনি আরও বলেন,  ''সেই দলকে আমার ভালো নাও লাগতে পারে। বিজেপিকে আমারও ভালো লাগে না। তা বলে তাদের আন্দোলনকে অস্বীকার করতে পারি না। তারা ১৮-১৯টি রাজ্যে এবং কেন্দ্রে ক্ষমতায় আছে। আসলে দিদিভাই এইসব করে বাংলার মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া, মরে যাওয়া বিজেপিকে নতুন করে প্রাসঙ্গিক ও জ্যান্ত করে তোলা হচ্ছে। দিদি জানে বাংলায় বিপক্ষ মোদি থাকলে আখেরে তার রাজনৈতিক লাভ। তাই তাদের গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিয়ে এই রাজ্যে মৃত বিজেপিকে জ্যান্ত করে দিচ্ছেন।'' 

অন্যদিকে, 'বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দেওয়ার দরকার নেই' বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ''এত বড় বিরোধী আন্দোলন। কিন্তু বিরোধী নেতার কোনও জোর নেই। পুলিশকে টেনে তুলতে হয়নি ভ্যানে। শুভেন্দু নিজে নিজেই হেঁটে উঠে গেলেন। তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। আরে ভাই তুমি নাকি যুদ্ধ ঘোষণা করছ। পুলিশ ঘিরেছে। বাধা দেবে না? বসবে না? দিলীপ ঘোষ বলেছিলেন বাধা দিলে রাস্তায় বসতে হবে। শুভেন্দু অধিকারী পুলিশের গাড়িতে গিয়ে বসলেন। একটা আস্ত আলুভাতে।''