ICC World Cup 2023: ম্যাচের আগেই টিকিটের হাহাকার, পুলিশি তলবে হাজিরা এড়ালো CAB

আগামী রবিবার ইডেনে বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ ঘিরে হাহাকার সর্বত্র। আজ সিএবি, বিসিসিআই, অনলাইন টিকিট বিক্রির পোর্টাল বুক মাই শো এর আধিকারিকদের থানায় তলব করেছিল ময়দান থানা। বিস্তারিত জানুন...

ICC World Cup 2023:  ম্যাচের আগেই টিকিটের হাহাকার, পুলিশি তলবে হাজিরা এড়ালো CAB
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: ইডেনে (Eden Garden) ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট (IND VS South Africa) নিয়ে কালোবাজারি। বিসিসিআই এর কোর্টে বল ঠেলে থানায় হাজিরা এড়ালো CAB।  আগামী রবিবার ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগে ময়দান থানায় দায়ের হওয়া এফআইআর নিয়ে বিসিসিআইয়ের কোর্টে বল ঠেললো সিএবি (BCCI)। বৃহস্পতিবার সকালে সিএবি, বুক মাই শো এবং বিসিসিআইয়ের প্রতিনিধিকে তদন্তের স্বার্থে ময়দান থানায় সশরীরে হাজিরা দেওয়ার নোটিশ দিয়েছিল পুলিশ। সিএবি সূত্রে জানা গিয়েছে, মেইল মারফত ময়দান থানাকে সিএবি জানিয়েছে, বুক মাই শো এর লিয়াজো হচ্ছে বিসিসিআই। তাই এই ব্যাপারে যা বলার বিসিসিআই বলতে পারবে। টিকিট বিক্রির সঙ্গে সিএবির কোনও সম্পর্ক নেই। 

আগামী রবিবার ইডেনে বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ ঘিরে হাহাকার সর্বত্র। আজ সিএবি, বিসিসিআই, অনলাইন টিকিট বিক্রির পোর্টাল বুক মাই শো এর আধিকারিকদের থানায় তলব করেছিল ময়দান থানা (Maidan Police)। বুধবার থানায় জনৈক ব্যক্তি বিস্ফোরক অভিযোগ জানিয়েছিলেন যে, বিসিসিআই (BCCI), সিএবি (CAB) এবং বুক মাই শো (Book My Show) এর কিছু আধিকারিক  উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরাট সংখ্যক টিকিট সাধারণ ক্রিকেটপ্রেমীদের উদ্দেশ্যে বিক্রি করেনি। শুধু তাই নয়, সেই টিকিট তারা কালো বাজারে ছেড়ে দিয়েছে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য। সেই কারণেই আগামী রবিবার  ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের টিকিটের কালোবাজারি হচ্ছে। 

ইতিমধ্যেই কলকাতা থেকে বেশ কয়েকজনকে ওই ম্যাচের টিকিট কালোবাজারির (Ticket Blacking) জন্য গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে ময়দান থানায় একটি মামলা দায়ের হয়েছে। তারই তদন্তের স্বার্থে এবং বর্তমান পরিস্থিতি অবগত করতে আজ ময়দান থানায় সিএবির এক যোগ্য প্রতিনিধিকে হাজিরা দেওয়ার জন্য বুধবার নোটিশ পাঠিয়েছিল ময়দান থানা। শুধু তাই নয়, বুক মাই শো-এর এক আধিকারিককেও ময়দান থানায় সশরীরে উপস্থিত হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল পুলিশ। কিন্তু আজ সিএবির পক্ষ থেকে ময়দান থানাকে জানিয়ে দেওয়া হয়েছে, টিকিট বিক্রির সঙ্গে সিএবির কোনও সম্পর্ক নেই। বুক মাই শো পোর্টালে অনলাইনে টিকিট বিক্রির ব্যাপারটা বিসিসিআইয়ের হাতে। তাই তদন্তের স্বার্থে বিসিসিআইকে (BCCI) এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা উচিত। তাই আজ সিএবির (CAB) কর্ম প্রতিনিধি ময়দান থানায় উপস্থিত হননি।