'BJP-কে আটকানোর ক্ষমতা একমাত্র TMC-র আছে', হুঁশিয়ারি ফিরহাদের

একমাত্র TMC দল BJP'কে আটকাতে পারবে। তাই সাগরদিঘিতে তৃণমূলকে জেতাতে হবে। সাগরদিঘিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে এবং থাকবে

'BJP-কে আটকানোর ক্ষমতা একমাত্র TMC-র আছে', হুঁশিয়ারি ফিরহাদের

ট্রাইব টিভি ডিজিটাল: মাঝে আর কয়েকটা দিন। আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভা আসনে উপনির্বাচন। প্রতিদিন দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালাচ্ছেন শাসক থেকে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব। তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দোপাধ্যায়ের সমর্থনে প্রচারের জন্য বহরমপুরে আসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 

সাগরদিঘি উপনির্বাচনী প্রচারে এসে ফের গেরুয়া শিবিরকে নিশানা করলেন তিনি। এদিন সাগরদিঘির সভামঞ্চ থেকে ফিরহাদ হাকিম বলেন, ''CPM ও কংগ্রেস, BJP'কে আটকাতে পারবে না। একমাত্র TMC দল BJP'কে আটকাতে পারবে। তাই সাগরদিঘিতে তৃণমূলকে জেতাতে হবে। সাগরদিঘিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে এবং থাকবে।'' পাশাপাশি সাগরদিঘি থেকে দেবাশীষ বন্দ্যোপাধ্যায় ৫০ হাজার ভোটে জিতবেন বলে দাবি করেন তিনি। তিনি এও বলেন, ''একসময় অধীর চৌধুরীকে মুর্শিদাবাদের কিং বলা হত। এখন আর কিছু নেই।'' অন্যদিকে কংগ্রস প্রার্থী বাইরন বিশ্বাসের সমর্থনে অধীর চৌধুরী রতনপুরের মোড়ে নির্বাচনী জনসভা করেন। জনসভা থেকে তৃণমূল ও বিজেপির সমালোচনা করেন। 
 
শুধু তাই নয়, এদিন নাম না করে শুভেন্দু অধিকারীকেও একহাত নেন রাজ্যের মন্ত্রী। একেবারে ব্যক্তিগত স্তরে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হচ্ছে, তাঁদের নামে কুৎসা করছে বলেও তোপ দাগেন ফিরহাদ। একইসঙ্গে কংগ্রেস-সিপিএম জোটকে কটাক্ষ করে অধীর চৌধুরিকেও কটাক্ষ করেন ফিরহাদ। সাগরিদঘির কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে 'পাগল' ও অধীর চৌধুরীকে 'ডন' বলে কটাক্ষ করেন। তিনি বলেন, ''একটা পাগল প্রার্থীকে দাঁড় করিয়েছে। কয়েকদিন আগে সে আমার কাছে দেখা করার জন্য গিয়েছিল। নিরাপত্তারক্ষীরা বলেছিল, সময় হবে না। এদিক-ওদিক ঘুরতে-ঘুরতে অধীরবাবুর কাছে গিয়েছিল। অধীরবাবুও কোলে তুলে প্রার্থী করে দিয়েছেন। কিন্তু, তারপর ভিতরে কি লেনদেন হয়েছে জানি না।'' 

উল্লেখ্য, শনিবার প্রথমে তিনি সাগরদিঘির বোখরা-২ অঞ্চল থেকে দলীয় প্রার্থী দেবাশিস বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রোড শুরু করেন। রোড-শো ১৫ কিলোমিটার পথ ঘুরে বনেশ্বরে শেষ হয়। রোড-শো চলাকালীন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। মন্ত্রীকে দেখতে রাস্তার দু'ধারে প্রচুর মানুষ ভিড় জমান। রোড-শো শেষ করে নির্বাচনী সভা করেন। জনসভা থেকে বাম, কংগ্রেস ও বিজেপির তীব্র সমালোচনা করেন ফিরহাদ হাকিম।