১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে মানহানি মামলার হুঁশিয়ারি, বোসকে আইনি নোটিশ প্রাক্তন উপাচার্যদের

বৃহস্পতিবার রাজভবনে নোটিশ পাঠান প্রাক্তন উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়-সহ ১২ জন প্রাক্তন উপাচার্য। আচার্যের ৭ সেপ্টেম্বরে একটি বক্তব্যের ভিত্তিতে মানহানির নোটিশ পাঠানো হয়েছে।

১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে মানহানি মামলার হুঁশিয়ারি,  বোসকে আইনি নোটিশ প্রাক্তন উপাচার্যদের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: ক্রমশ জোরালো হচ্ছে রাজ্য বনাম রাজভবন দ্বন্ধ। উপাচার্য ইস্যুতে এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (CV Anand Bose) মানহানি মামলার হুঁশিয়ারি দিলেন প্রাক্তন উপাচার্যদের একাংশ। রাজ্যপালকে আইনি নোটিশ দিলেন ১২ উপাচার্য। প্রাক্তন উপাচার্যদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছিলেন রাজ্যপাল। বৃহস্পতিবার সেই ইস্যুতে ১৫ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমার দাবি জানালেন উপাচার্যরা। রাজ্যপাল হিসেবে আচার্যের অভিযোগ মিথ্যা বলেও জানান তারা।    

সূত্রের খবর, বৃহস্পতিবার রাজভবনে নোটিশ পাঠান প্রাক্তন উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়-সহ ১২ জন প্রাক্তন উপাচার্য। আচার্যের ৭ সেপ্টেম্বরে একটি বক্তব্যের ভিত্তিতে মানহানির নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন উপাচার্যরা। সেখানে উপস্থিত ছিলেন ওমপ্রকাশ মিশ্র, দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়রা। তাঁরা বলেন, ''রাজ্যপাল নিজের বক্তব্যের মধ্যে দিয়ে উপাচার্যদের সম্পর্কে যা বলেছেন তার প্রতিবাদেই চার পাতার নোটিশ পাঠানো হয়েছে।'' শুধু তাই নয়, রাজ্যপাল ক্ষমা না চাইলে মামলার পথেই হাঁটতে পারেন, সেই হুঁশিয়ারিও দেন উপাচার্যরা। 

জানা গিয়েছে, সম্প্রতি এক ভিডিয়ো বার্তায় রাজ্যপাল বলেন, ''কেন সরকার মনোনীত ভিসিদের নিয়োগ করতে পারিনি জানেন? তাঁরা কেউ দুর্নীতিগ্রস্ত ছিলেন, কেউ রাজনীতির খেলা খেলছিলেন, কেউ ছাত্রী হেনস্থা করেছিলেন।'' রাজ্যপাল তথা আচার্যর মুখ থেকে এমন বক্তব্যে স্বভাবতই বিভিন্ন মহলে জোর চর্চা শুরু হয়। এবার তারই প্রতিবাদে মানহানির নোটিশ প্রাক্তন উপাচার্যদের। এখন দেখার জল কতদূর গড়ায়!