তালা ভেঙে দুঃসাহসিক চুরি! হাওড়ার ফ্ল্যাট থেকে লুট প্রায় ৪০ লক্ষ টাকা

একই কায়দায় আরও তিনটি ফ্ল্যাটে পরপর চুরি করে। অপারেশনের সময় উল্টো দিকের প্রত্যেকটি ফ্ল্যাট বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়।  জানুন বিস্তারিত...

তালা ভেঙে দুঃসাহসিক চুরি! হাওড়ার ফ্ল্যাট থেকে লুট প্রায় ৪০ লক্ষ টাকা
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মধ্য হাওড়ার রাজবল্লভ সাহা লেনের একটি বহুতল আবাসনে দুঃসাহসিক চুরি। সোমবার ভোররাতে চোরেরা মেইন গেটের তালা ভেঙে আবাসনের ভেতরে ঢুকে একে একে চারটি ফ্ল্যাটের ভেতর থেকে নগদ টাকা, সোনা এবং রুপোর অলংকার নিয়ে চম্পট দেয়। 

জানা গেছে, তিনজনের চোরের দল বেছে বেছে সেসব ফ্ল্যাটেই অপারেশন সারে যেখানে কেউ ছিলেন না। চোরেরা প্রথমে একতলার একটি ফ্ল্যাটে তালা ভেঙে ঢুকে যাবতীয় সোনার গয়না এবং টাকা পয়সা চুরি করে। একই কায়দায় আরও তিনটি ফ্ল্যাটে পরপর চুরি করে। অপারেশনের সময় উল্টো দিকের প্রত্যেকটি ফ্ল্যাট বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। 

আরও পড়ুন: https://tribetv.in/Protesters-attack-houses-of-Awami-League-leaders-and-Ministers-in-Bangladesh

সবচেয়ে বেশি চুরি হয়েছে পাঁচতলায় মহারাষ্ট্রের বাসিন্দা পদম প্রসাদের ফ্ল্যাটে। রুপোর ব্যবসায়ী পদম দিন কয়েক আগে দেশের বাড়িতে গেছিলেন। সেই সুযোগে চোরেরা তার ফ্ল্যাট থেকে প্রায় ২০ লক্ষ টাকা নগদ এবং কয়েক লক্ষ টাকার সোনা এবং রুপোর গয়না নিয়ে চম্পট দেয়। প্রাথমিকভাবে জানা গেছে চারটি ফ্ল্যাট থেকে নগদ টাকা এবং গয়না মিলিয়ে মোট ৪০ লক্ষ টাকা খোয়া যায়। 

আরও পড়ুন: https://tribetv.in/A-fire-broke-out-in-the-AC-coaches-of-the-express-train-from-korba-to-Visakhapatnam-railway-station

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ওই আবাসন থেকে সিসিটিভি ফুটে সংগ্রহ করেছে পুলিশ। সিসিটিভি ফুটে যে তিনজন চোরকে অপারেশনের পর ফ্লাট থেকে বের হতে দেখা যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান চোরেরা আগে থেকেই জানত কোন কোন ফ্ল্যাটের বাসিন্দারা নেই। বেছে বেছে সেইসব বাড়িতেই অপারেশন করে।

এ ব্যাপারে স্থানীয় কোন দুষ্কৃতির যোগ থাকতে পারে। ওই আবাসনে নিরাপত্তা কর্মী না থাকায় চুরির পর চোরেরা নিঃশব্দে বেরিয়ে যায়। তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এদিকে এই ঘটনায় আবাসনের অন্যান্য বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।