World Cup 2023: ইডেন পরিদর্শনে ICC-BCCI প্রতিনিধি দল

ইডেন সংস্কারের কাজ দেখে প্রতিনিধি দল খুশি বলেই জানান সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংস্কারের কাজ শেষ করার ডেট লাইন দিয়েছে আইসিসি।

World Cup 2023: ইডেন পরিদর্শনে ICC-BCCI প্রতিনিধি দল
ইডেন পরিদর্শনে আইসিসি-বিসিসিআই সদস্যরা (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: ICC ক্রিকেট বিশ্বকাপের (ICC Cricket World Cup 2023) জন্য নতুন রূপে সেজে উঠছে ইডেন গার্ডেন। জোর কদমে চলছে সংস্কারের কাজ। একটি সেমিফাইনাল সহ ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে।  শনিবার আইসিসি ও বিসিসিআই এর এক প্রতিনিধি দল পরিদর্শন করে গেল ইডেন। সংস্কারের অগ্রগতিতে প্রতিনিধি দল খুশি বলেই জানিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আগামী ৫ই অক্টোবর থেকে দেশের মাটিতে শুরু হতে চলেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। একটি সেমিফাইনাল সহ বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে। বিশ্বকাপের জন্য নতুন রূপে সেজে উঠছে ক্রিকেটের নন্দনকানন। জোর কদমে চলছে সংস্কারের কাজ। শনিবার দুপুরে সেই কাজ দেখতেই ইডেন পরিদর্শন করে গেলেন আইসিসি ও বিসিসিআই এবং সম্প্রচারকারীদের ১৮ সদস্যের এক প্রতিনিধিদল। প্রায় তিন ঘন্টা ইডেনে ছিল এই প্রতিনিধি দল। গ্যালারি, ক্লাব হাউস, কর্পোরেট বক্স, প্রেসব বক্স, কমেন্ট্রি বক্স সহ গোটা ইডেন ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ সিএবির অন্যান্য শীর্ষ আধিকারিকরা।

ইডেন সংস্কারের কাজ দেখে প্রতিনিধি দল খুশি বলেই জানান সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংস্কারের কাজ শেষ করার ডেট লাইন দিয়েছে আইসিসি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আবারও আইসিসি প্রতিনিধি দল আসবে ইডেন পরিদর্শনে। তার আগেই সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে বলেই আশাবাদী সিএবি সভাপতি। বিশ্বকাপের জন্য ফুড কোর্ট, ক্লাব হাউস, কর্পোরেট বক্স, ড্রেসিং রুম নতুন ভাবে তৈরি করা হচ্ছে। দর্শকদের জন্য সংস্কার করা হচ্ছে বাথরুমেরও। জোর কদমে চলছে গ্যালারি সংস্কারের কাজও। তবে দর্শক আসন সংখ্যা সাড়ে ৬৫ হাজারই থাকছে। যে ইলেকট্রনিক্স স্কোর বোর্ড রয়েছে সেটাকে সংস্কার করার পাশাপাশি j ব্লকে আরও একটি নতুন ইলেকট্রনিক্স স্কোর বোর্ড তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন সিএবি সভাপতি।

আগামী ২৮ অক্টোবর ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচে কোয়ালিফায়ার দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ৫ই নভেম্বর ইডেনে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ১২ নভেম্বর ইডেনে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালও অনুষ্ঠিত হবে ক্রিকেটের নন্দন কাননে। তবে ১২ নভেম্বর ইডেনে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে হঠাৎই একটা সংশয় তৈরি হয়েছে।

কারণ ওই দিন কালীপুজো। কালীপুজোর দিন ম্যাচে হলে মাঠে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ পাওয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সেই সমস্যার কথা ইতিমধ্যেই বিসিসিআই কে জানিয়েছে সিএবি‌। সিএবি সূত্রে খবর, আইসিসি ম্যাচটির সূচি পুনর্বিবেচনা যদি না করে তাহলে ১২ নভেম্বর ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে পারে সিএবি। যদিও সিএবি সভাপতি জানিয়েছেন, পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে তাদের কিছু জানানো হয়নি।