Ind vs Aus: আবার বছর ২০ পর, কাপ দখলের লড়াইয়ে বিশেষ প্রার্থনা-যজ্ঞ

ভারতীয় ক্রিকেট টিম বিশ্বকাপ ট্রফি ঘরে নিতে পারে তার জন্য গোটা দেশ জুড়ে চলছে শুভকামনা। বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করে খেলা দেখার আয়োজন করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

Ind vs Aus: আবার বছর ২০ পর, কাপ দখলের লড়াইয়ে বিশেষ প্রার্থনা-যজ্ঞ
নিজস্ব চিত্র

ট্রাইব টিভি ডিজিটাল: রবিবার সুপার সানডে'তে কাপ জয়ের হাতছানি। Gujrat-এর আহমেদাবাদের Narendra Modi Stadium যেন নীল সমুদ্র। ক্রিকেট জ্বরে ফুটছে গোটাদেশ। আজ কাশ্মীর টু কন্যাকুমারী, রোহিতদের শুভকামনায় সকাল থেকেই চলছে পুজোপাঠ, যজ্ঞ। শুধু তাই-ই নয় একই চিত্র ধরা পড়ল বাংলাতেও। এদিন সকাল থেকে জেলায়-জেলায় ৮ থেকে ৮০ সকলেই ফুটছে ক্রিকেট উন্মাদনায়। এবারের ক্রিকেট বিশ্বকাপ যাতে ভারতের ঘরে আসে সেই আশায় এদিন হোমযজ্ঞ করা হয় দিঘাতে। আজ বিশ্বকাপ ক্রিকেট। গোটা ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে গুজরাটের আহমেদাবাদ স্টেডিয়ামের দিকে। ২০১১ বিশ্বকাপের পর আবার বিশ্বকাপ জেতার আশায় প্রহর গোনা শুরু ভারতীয় ক্রিকেট দলের।

 ভারতীয় ক্রিকেট টিম যাতে এবার বিশ্বকাপ ট্রফি ঘরে নিতে পারে তার জন্য গোটা দেশ জুড়ে চলছে শুভকামনা। বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করে খেলা দেখার আয়োজন করা হয়েছে। কোথাও যজ্ঞের মাধ্যমে আবার কোথাও পুজো করে ভারতের জেতার আশায় অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ঘেরসাই ক্রিকেট একাডেমির তরফ থেকে হোম যজ্ঞ করা হয়। ২০০৩ বিশ্বকাপ ক্রিকেটে ভারত অস্ট্রেলিয়া ফাইনালে মুখোমুখি হয়েছিল আবার পুনরায় সেই একই চিত্র দেখা যাচ্ছে এবারের ক্রিকেট বিশ্বকাপে। এবার 2003 এর ফাইনালের হারের বদলা নিতে চাইছে ভারত। রোহিত থেকে বিরাট, শ্রেয়াস থেকে কে এল রাহুল প্রত্যেকেই রয়েছে ব্যাটিংয়ের দুর্ধর্ষ ফর্মে। বোলিং ইউনিটে সিরাজ ও বুমরাও রয়েছে স্বপ্নের ফর্মে। এবার ভারত মোস্ট ফেভারিট দল হিসেবে প্রত্যেকটি ম্যাচ জিতেই ফাইনালে উঠেছে। এদিকে পূর্ব মেদিনীপুরের দিঘা সমুদ্র সৈকতে বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল নিয়ে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। সমগ্র দেশবাসীই আজ প্রার্থনা করছে ভারত যেন বিশ্বকাপ পায়।

প্রসঙ্গত, আজ বিরাটদের সামনে বিশ্বজয়ের হাতছানি। ২০ বছর পর আজ সুপার সানডে'তে মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া। টস জিতে রোহিতদের ব্যাটিংয়ে পাঠালেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সকলে মনে করেছিলেন টসে জিতলে যে কোনও দল ব্যাট করার সিদ্ধান্ত নেবে। কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন। তাঁর সিদ্ধান্ত সকলকে অবাক করে দিয়েছে। একযুগ বাদে বিশ্বজয়ের দোরগোড়ায় ভারত। মেগা ফাইনালে শক্ত গাঁট অস্ট্রেলিয়া। ওয়ার্নার, কামিন্সদের হারিয়ে ২০০৩-এর বদলা নিতে মরিয়া টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা রোহিতদেরই ফেভারিট ধরছেন বিশেষজ্ঞরা।