India Covid19 Update: দেশে চোখ রাঙাছে অতিমারির ঢেউ, ২৪ ঘণ্টায় লাফিয়ে বাড়ল সংক্রমণ

২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে দিল্লির দু’জন বাসিন্দার মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ।

India Covid19 Update:  দেশে চোখ রাঙাছে অতিমারির ঢেউ, ২৪ ঘণ্টায় লাফিয়ে বাড়ল সংক্রমণ
Covid19 (ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: মহামারীর ২ বছর অতিক্রান্ত হলেও বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। দেশে ফের চিন্তা বাড়ছে করোনা সংক্রমণ। বুধবার সারা দেশে ৩ হাজার ১৬ জন কোভিডে আক্রান্ত হয়েছিলেন। গত ৬ মাসে সংক্রমণের হারে ওটাই ছিল সর্বোচ্চ। শুক্রবারের পরিসংখ্যান বলছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৯৫ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণের নিরিখে প্রথম তিনটি রাজ্য হল দিল্লি, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ।

বুধবার দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩০০। এই সংখ্যা বৃহস্পতিবার আরও বেড়েছে। ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে দিল্লির দু’জন বাসিন্দার মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ। বৈঠক শেষে তিনি জানান যে, যাঁদের করোনার উপসর্গ রয়েছে, তাঁদের মাস্ক ব্যবহার করতে হবে। এই নিয়ে নির্দেশিকাও জারি করা হয়। শুক্রবার কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠকে বসতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, এখনই এই বিষয়ে উদ্বেগের কোনও কারণ নেই। তার কারণ হিসাবে তিনি জানান, দিল্লিতে নতুন করে কোভিডের কোনও রূপ আর উপরূপের সন্ধান মেলেনি। 

মূলত কোভিডের পুরনো রূপ এক্সবিবি এবং সেটার উপরূপ ১.১৬-এর জন্য সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার মহারাষ্ট্রে ৭০০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। বুধবার এই সংখ্যাটা ছিল ৬৯৪। এর ফলে ওই রাজ্যে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩০০০ ছাড়িয়ে দেল। সংক্রমণের নিরিখে চিন্তা কারণ সেখানকার দু’টি জেলা। সোলাপুর এবং সাঙলি। মহারাষ্ট্রে কোভিডের চোখরাঙানির নেপথ্যেও ওই রূপ এবং প্রতিরূপকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। কোভিডের বৃদ্ধির কারণে বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। 

কোভিডের সঙ্গে দেশে বাড়ছে ইনফ্লুয়েঞ্জাও। সর্দি, কাশি, জ্বর ঘরে ঘরে। শিশু থেকে বয়স্ক সকলেই কাবু। সবথেকে বড় বিষয় হল, কোভিডের সঙ্গে এই ইনফ্লুয়েজ্ঞার উপসর্গের যেহেতু খুবই মিল, ফলে বাড়ছে বিড়ম্বনা। বিশেষজ্ঞদের মত, একটা বড় অংশের মানুষ ভুগছেন করোনার উপসর্গে। কারও কারও রিপোর্ট পজিটিভও আসছে। তবে এতে ভয় পাওয়ার মতো কিছু নেই বলেই আশ্বস্ত করেছেন তাঁরা। বরং সতর্ক থাকতে বলা হয়েছে। বলা হয়েছে, ভিড়ে গেলে মাস্ক ব্যবহার করতে।