প্যারিসে স্বপ্নভঙ্গ ভিনেশের, ১০০ গ্রাম ওজন বিতর্কে বাতিল ভারতীয় কুস্তিগির

ভারতের পক্ষ থেকে ভিনেশের ওজন পুনরায় মাপার জন্য অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার রাতে ইভেন্টের পর ভিনেশের ২ কেজি ওজন বেড়েছিল বলে জানাও গিয়েছে। জানুন বিস্তারিত...

প্যারিসে স্বপ্নভঙ্গ ভিনেশের, ১০০ গ্রাম ওজন বিতর্কে বাতিল ভারতীয় কুস্তিগির
Indian Wrestler Vinesh Phogat disqualified

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্যারিস অলিম্পিক্সে স্বপ্নভঙ্গ ভিনেশের। বড়সড় ধাক্কা খেয়ে সোনা জেতার লক্ষ্যে পৌঁছেও ছিটকে গেলেন ভিনেশ ফোগাট। মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে ১০০ গ্রাম ওজন বেশি ভিনেশের। অলিম্পিক ফাইনালে খেলার যোগ্যতা হারালেন ভিনেশ ফোগাট। 

দেশের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে সেমিতে উঠে আগেই নজির গড়েছিলেন। এবার তাঁর সামনে সোনার পদকের ম্যাচ। দেশবাসীও সেই অপেক্ষায় প্রহর গুনছেন। কিন্তু বুধবার বেলা গড়াতেই সুদূর প্যারিস থেকে উড়ে এল দুঃসংবাদ। বুধবার রাতে অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে নামার কথা ছিল ভিনেশ ফোগাতের। মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন ভিনেশ। কিন্তু বুধবার সকালে তাঁর ওজন মাপা হয়। সেখানে দেখা যায় ১০০ গ্রাম বেশি ওজন রয়েছে তাঁর। সেই কারণেই তাঁকে ফাইনালে খেলতে দেওয়া হবে না।  

আরও পড়ুন: https://tribetv.in/know-the-full-updated-history-of-sheikh-Hasina-ups-and-downs-in-Bangladesh-politics

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানা গিয়েছে, ভিনেশ ফোগাট মঙ্গলবার সারারাত ঘুমোননি। তিনি মঙ্গলবার রাতে জগিং, স্কিপিং এবং সাইক্লিং করেছেন ক্রমাগত। কিন্তু তিনি ১০০ গ্রাম ওজন কমাতে পারেননি। নিয়ম অনুযায়ী, অলিম্পিকে কুস্তিগিরদের প্রতি ইভেন্টের আগে ওজন মাপা হয়। তাতে অল্প হলেও হেরফের হলেই ইভেন্টে নামতে পারেন না সেই অ্যাথলিট। ভারতের পক্ষ থেকে ভিনেশের ওজন পুনরায় মাপার জন্য অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার রাতে ইভেন্টের পর ভিনেশের ২ কেজি ওজন বেড়েছিল বলে জানাও গিয়েছে।