BGBS 2023: কালীঘাট মন্দির সংস্কারের কাজ করবে রিলায়েন্স গোষ্ঠী, মমতাকে 'অগ্নিকন্যা' অ্যাখ্যা আম্বানির

বিজিবিএসের গত ৬ বছরে বাংলায় প্রায় ৪৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করে ফেলেছে রিলায়েন্স। আগামী ৩ বছরে রাজ্যে আরও ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ করবে তাঁর সংস্থা। আরও জানুন...

BGBS 2023: কালীঘাট মন্দির সংস্কারের কাজ করবে রিলায়েন্স গোষ্ঠী, মমতাকে 'অগ্নিকন্যা' অ্যাখ্যা আম্বানির
BGBS 2023-এর মঞ্চে মুকেশ আম্বানি-মমতা বন্দ্যোপাধ্যায়

ট্রাইব টিভি ডিজিটাল: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS 2023) মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করলেন রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তাঁর স্পষ্ট বার্তা, দেশের থেকেও দ্রুত গতিতে এগোচ্ছে বাংলা। একই সঙ্গে বাংলায় একাধিক প্রকল্পে বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি।

সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসে বাংলার জন্য বিরাট বিনিয়োগের বার্তা দিলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি (Reliance Group)। সেই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে, তাঁকে বাংলার প্রকৃত অগ্নিকন্যা বলে সম্বোধন করলেন ভারতের এই ধনকুবের। এদিন আম্বানি মমতার প্রশংসা করে বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর কথা ধার করেই বলতে হয়, আপনিই বাংলার প্রকৃত অগ্নিকন্যা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা যে দ্রুত এগোচ্ছে সেটা বোঝাতে পরিসংখ্যানও তুলে ধরেছেন মুকেশ আম্বানি। তিনি মনে করিয়ে দিয়েছেন, রাজ্যের জিডিপি এখন ১১.৫। যা গোটা দেশের তুলনায় অনেক বেশি। মমতার আমলে কর আদায় ৩ গুণ হয়েছে।

মুকেশ আম্বানি এদিন জানিয়েছেন, বিজিবিএসের গত ৬ বছরে বাংলায় প্রায় ৪৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করে ফেলেছে রিলায়েন্স। আগামী ৩ বছরে রাজ্যে আরও ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ করবে তাঁর সংস্থা। রিলায়েন্স কর্তা যে শুধু নিজে বাংলায় বিনিয়োগ করবেন তা নয়, দেশ-বিদেশের অন্য শিল্পপতিদেরও এখানে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।