Jalpaiguri News: ভাগ্যের পরিহাস, ফুলশয্যার দিন চাকরি খোয়ালেন বর!

২০১৭ সাল থেকে জলপাইগুড়ির রাজডাঙা কেন্দা মহম্মদ উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি।

Jalpaiguri News:  ভাগ্যের পরিহাস,  ফুলশয্যার দিন চাকরি খোয়ালেন বর!

ট্রাইব টিভি ডিজিটাল: একেই বোধহয় বলে ভাগ্যের পরিহাস। ব্যান্ড পার্টি বাজিয়ে বিয়ে করলেন। বিয়ের ঠিক পরের দিন বয়ে এল দুঃসংবাদ। হাইকোর্টের নির্দেশে চাকরি গেল ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীনে পি এম হাই স্কুলের কর্মী প্রণব রায়ের।

সরকারি চাকরিজীবী পাত্রের সঙ্গে বিয়ে হচ্ছে মেয়ের। স্বাভাবিকভাবেই কনেপক্ষ খুশি। আয়োজনে ছিল না কোনও খামতি। কিন্তু সেই খুশি দীর্ঘস্থায়ী হল না। বিয়ের পরদিনই জলপাইগুড়ির বাসিন্দা পাত্র জানলেন তাঁর চাকরি আর নেই! তারপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বর-কনের ছবি। নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েননি তাঁদের। তবে মুখে কুলুপ পরিবার ও প্রতিবেশীদের। নিয়োগ দুর্নীতির তদন্ত শুরুর পর দফায় দফায় চাকরি খুইয়েছেন বহু স্কুল শিক্ষক-শিক্ষাকর্মী। ফলে বেআইনি পথে যাঁরা চাকরিতে যোগ দিয়েছিলেন, তাঁদের সকলেরই কম-বেশি দুশ্চিন্তা তো ছিল। সেই তালিকায় ছিলেন জলপাইগুড়ির বাসিন্দা প্রণব রায়।

সূত্রের খবর, ২০১৭ সাল থেকে জলপাইগুড়ির রাজডাঙা কেন্দা মহম্মদ উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি। গত বৃহস্পতিবার ছিল তাঁর বিয়ে। ধুমধাম করে সারেন বিয়ে। বিয়ে সেরে শুক্রবার বউকে নিয়ে বাড়ি ফেরেন প্রণব।ওইদিনই নিয়োগে গরমিল থাকায় ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রকাশ্যে আসে যাঁরা চাকরি খুইয়েছেন তাঁদের তালিকা। দেখা যায়, সেখানে নাম রয়েছে প্রণব রায়েরও। বিষয়টা জানাজানি হতেই প্রণব রায়ের বিয়ের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখেছেন, “বৃহস্পতিবার বিয়ে, শুক্রবার গেল চাকরি, শনিবার বউভাত।” কেউ আবার লিখেছেন, “ফুলশয্যা নয় কন্টকশয্যা হবে।” কেউ লিখেছেন, “আদৌ ফুলশয্যা হবে তো?” প্রবল ট্রোলের স্বীকার নবদম্পতি। এ বিষয়ে রাজাডাঙা কেন্দা মহম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুজিত দত্ত বলেন, “আইন নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করা হবে।”

এদিকে এই ঘটনার পরই বিয়ে বাড়িতে নেমে এসেছে বিষাদের সুর। প্রণব রায়ের বাড়িতে রবিবার ছিলো বৌভাত।  আয়োজনের সবই হয়েছে,তবে সেরকম জৌলুশ ছিলো না বৌভাতের অনুষ্ঠানে। এব্যাপারে রাজাডাঙ্গা স্কুলের টিচার ইন চার্জ সুদীপ দত্ত বলেন, ২০১৮ সালে প্রনব রায় আমাদের স্কুলে যোগদান করে। খুব ভাল কাজ করছিলো। তার মধ্যে ফেসবুকে তার ছবি ভাইরাল হতেই অবাক হয়ে যায় স্কুলের সব শিক্ষক।  গত ৬ ই মার্চ  বিয়ের জন্য স্কুল থেকে ছুটি নিয়েছিলো প্রনব  রায় এবং  ১৫ তারিখ পর্যন্ত ছুটি  নিয়েছেন। তবে এখনো পর্যন্ত সরকারি ভাবে কোন মেল বা চিঠি আমার কাছে আসেনি বলে জানিয়েছেন তিনি।