Cyclone Midhili: সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মিধিলি, জানুন কখন হবে ল্যান্ডফল

রামনগর, দীঘা,কাঁথি সহ দক্ষিণবঙ্গে আজ ও কাল নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বৃহস্পতিবার রাত থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে।

Cyclone Midhili: সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মিধিলি, জানুন কখন হবে ল্যান্ডফল
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: শীতের শুরুতেই দুর্যোগের অশনীসঙ্কেত বঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ধেয়ে আসছে Cyclone 'মিধিলি'। সূত্রের খবর, সাগরে ক্রমশ শক্তিবাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি। বঙ্গোপসাগরে অতি নিম্নচাপ পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড় সতর্কতায় শুক্রবার সকাল থেকে পূর্ব মেদিনীপুরের দীঘা উপকূলে চলছে মাইকিংয়ের মাধ্যমে প্রচার। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। মৎস্যজীবীরা ইতিমধ্যেই ফিরে এসেছেন গভীর সমুদ্র থেকে। দীঘায় সকাল থেকেই মাইকিং করে দফায় দফায় সতর্কবার্তা জারি করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর,  রামনগর, দীঘা,কাঁথি সহ দক্ষিণবঙ্গে আজ ও কাল নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বৃহস্পতিবার রাত থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরী হয়েছিল তা শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপ এদিন ঘন্টায় ১৩ কিমি বেগে বঙ্গোপসাগরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দুপুরে এর অবস্থান ছিল বিশাখাপত্তনম থেকে ৪৭০ কিমি দক্ষিণ-পূর্বে, ওড়িশার পারাদ্বীপ থেকে ৬২০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং এ রাজ্য পশ্চিমবঙ্গের দিঘা উপকূল থেকে ৭৭০ কিমি দক্ষিণে। আজ   নিম্নচাপ দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। এরপর ওড়িশা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে। নিম্নচাপের জেরে বৃহস্পতি এবং শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। উপকূল অঞ্চল ও ওড়িশা লাগোয়া জেলাগুলিতে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকেই বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। দুর্যোগের আভাস পেতেই দীঘায় সতর্কবার্তা প্রশাসনের। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা ক্রমশ শক্তিশালী হয়ে পরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে মৎস্য দফতর। এই মুহূর্তে সমুদ্র উত্তাল। প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের আগামী দু'দিন নদীতে ও সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে। সেচ দফতরের আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্লক অফিস ও পঞ্চায়েত গুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। বেহাল নদী ও সমুদ্র বাঁধগুলির উপর নজর রাখতেও বলা হয়েছে। সমগ্র পরিস্থিতি দিকে নজর রাখছে মহকুমা প্রশাসন। আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা-দক্ষিণ ২৪ পরগনার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টি হতে পারে।