Heavy Rain News: নিম্নচাপের অশনিসংকেত, দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

ভারী বর্ষণের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদীয়া, দার্জিলিং এবং কালিম্পংয়েও অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। জানুন আবহাওয়ার সম্পূর্ণ আপডেট...

Heavy Rain News:  নিম্নচাপের অশনিসংকেত, দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
ফাইল চিত্র।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অবশেষে এসেছেন তিনি। তীব্র দাবদাহ থেকে মুক্তি। শুক্রবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টিতে দহনজ্বালা থেকে কিছুটা হলেও মুক্তি মিলেছে দক্ষিণবঙ্গবাসীর। শুক্রবারের পর শনিবারও সকাল থেকেই ছিল আকাশের মুখভার। কমবেশি বৃষ্টিপাতে ভিজেছে শহর থেকে শহরতলি। শুধু তাই নয়, আগামী কয়েকদিন এইরকম আবহাওয়ায় থাকবে বলে জানিয়ে দিলো হাওয়া অফিস। রবিবার থেকে আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আগামী দু'দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে বুধবার থেকে। 

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যেটি ক্রমশ এগিয়ে আসছে ওড়িশা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের দিকে। এছাড়াও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে। যারফলে উত্তরপ্রদেশে তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ। যেটি ঝাড়খন্ড-ওড়িশার উপর দিয়ে চলে যেতে পারে বলে খবর। আর এই জোড়া নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন গোটা বাংলা জুড়েই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: https://tribetv.in/Due-to-hawkers-removals-works-at-Kolkata-new-market-areas-hawkers-and-business-man-creating-huge-chaos 

শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। ভারী বর্ষণের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদীয়া, দার্জিলিং এবং কালিম্পংয়েও অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও।  

রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং, কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায়। 

আরও পড়ুন: https://tribetv.in/The-permission-of-the-Chief-Justice-to-file-a-case-regarding-the-release-of-the-land-of-the-port

সোমবার অর্থাৎ ১ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে, উত্তরবঙ্গের পাঁচটি জেলায়। সেগুলি হল- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং  আলিপুরদুয়ার।  ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। ২ জুলাই মঙ্গলবার উত্তরবঙ্গের সব জায়গাতে ভারীবৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোন সতর্কবার্তা নেই। ৩ জুলাই বুধবার ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে।