যুবভারতীতে ISL ম্যাচ, সমর্থকদের জন্য বিশেষ মেট্রো চালানোর ঘোষণা

শনিবার রাত ১০টা এবং ১০.১০ মিনিটে দু’টি বাড়তি মেট্রো চালানো হবে। এটি শুধুমাত্র শনিবারের জন্যেই। এমনিতে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো থাকে রাত ৯.৪০-এ।

যুবভারতীতে ISL ম্যাচ, সমর্থকদের জন্য বিশেষ মেট্রো চালানোর ঘোষণা
মেট্রোরেল (ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: আসন্ন ইন্ডিয়ান সুপার লীগ ২০২৩ - ২৪ এর ইস্টবেঙ্গল এফসি'র প্রায় প্রতিটি হোম ম্যাচ সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে শুরু হবে রাত ৮ টা থেকে, আর শেষ হতে হতে রাত ১০ টা। আমাদের হাজার হাজার সমর্থক বহু দূর দূরান্ত থেকে স্থানীয় পরিবহনের মাধ্যমেই আসেন খেলা উপভোগ করতে এবং প্রিয় দলকে সমর্থন করতে। সেখানে একদিকে যেমন যুব বয়সীরা থাকেন, তেমনই বহু বয়োজ্যেষ্ঠ মানুষ, মহিলা এমন কি অনেক শিশুরাও আসেন। রাত ১০ টায় ম্যাচ শেষ হলে স্বাভাবিক ভাবেই শহরের ভিন্ন ভিন্ন প্রান্তে তাদের ফিরে যেতে যে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হবে, সেটা কল্পনারও অতীত। 

সমর্থকদের এই অসুবিধার কথা চিন্তা করে ইস্টবেঙ্গল ক্লাব আজ পশ্চিমবঙ্গের মাননীয় পরিবহন মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে সমগ্র পরিস্থিতির বিষয়টি ব্যক্ত করেছে। মাননীয় পরিবহন মন্ত্রীকে অনুরোধ করেছে ম্যাচ শেষের পর সভ্য সমর্থকদের যাতে বাড়ি ফিরতে অসুবিধে না হয়, সেইজন্য যুবভারতী স্টেডিয়ামের সামনে থেকে নিম্নলিখিত স্থান গুলিতে যাওয়ার জন্য যথেষ্ট সংখ্যক পরিবহনের ব্যাবস্থা রাখতে। (এসপ্ল্যানেড, উল্টোডাঙা, গাড়িয়া, বেহালা, বারাসাত, শিয়ালদাহ স্টেশন, হাওড়া স্টেশন) এই সামগ্রিক বিষয়টি ইস্টবেঙ্গল ক্লাব পশ্চিমবঙ্গের মাননীয় ক্রীড়ামন্ত্রীর কাছেও ব্যক্ত করেছে। 

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, সমর্থকদের কথা ভেবে শনিবার রাত ১০টা এবং ১০.১০ মিনিটে দু’টি বাড়তি মেট্রো চালানো হবে। এটি শুধুমাত্র শনিবারের জন্যেই। এমনিতে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো থাকে রাত ৯.৪০-এ। এ দিন আরও দু’টি মেট্রো চলবে। ISL ম্যাচের জন্য, মোহনবাগান সুপার সুপারজায়েন্টসের এবং ইস্টবেঙ্গলের তরফ থেকে মেট্রো রেল কর্তৃপক্ষকে একটি চিঠি দেওয়া হয়েছিল। চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ-এর কাছে খেলা শেষে সমর্থকদের যাতে কোন অসুবিধা না হয়, তার জন্য রাতের দিকে মেট্রো পরিষেবা বাড়ানো যাতে হয়। এবার, মোহনবাগান সুপার সুপারজায়েন্টসের এই অনুরোধকে মাথায় রেখে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে আজ শনিবার দুপুর ২ টোর সময় জানানো হল :- আজ খেলা শেষে, ২ টো অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়া হবে ফুটবপ্রেমীদের জন্য। একটি মেট্রো ফুটবলপ্রেমীদের দেওয়া হবে রাত ১০ টায় অপরটি রাত ১০ টা বেজে ৭ মিনিটে। এই দুটি মেট্রো সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদা পর্যন্ত।