বুদ্ধের মহানির্বাণ, শেষবারের মত বিধানসভা ছাড়লেন কমরেড

পরিষদীয় রাজনীতিতে তাঁর ব্যাপক কর্মকাণ্ড তো চালিয়ে ছিল এই চার দেওয়ার মধ্যেই। বেলা ১১টা নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের শববাহী শকট পৌছায় পশ্চিমবঙ্গ বিধানসভায়। জানুন বিস্তারিত...

বুদ্ধের মহানির্বাণ, শেষবারের মত বিধানসভা ছাড়লেন কমরেড
file image

ত্রয়ণ চক্রবর্তী ও অভ্রদ্বীপ দাস: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার সকাল ১০টা নাগাদ তাঁর শববাহী শকট রওনা দেয় বিধানসভার উদ্দ্যেশ্যে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান শাসক ও বিরোধী দলের বিধায়করা। এরপর সিপিআইএম রাজ্য দফতরের উদ্দেশ্যে রওনা দেয়। 

আর পাঁচটা দিনের মতো শুরু হয়নি শুক্রবারের সকাল। বৃহস্পতিবার প্রয়াত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন তার শেষকৃত্যের কর্মসূচি ছিল পূর্ব নির্ধারিত।  সেইসময় সকাল ১০টায় পিস ওয়ার্ল্ড থেকে বার করা হয় তার নশ্বরদেহ। তারপর শববাহী শকট রওনা দেয় বিধানসভার উদ্দ্যেশ্যে। নিজের জীবনের একটা বড় সময় কেটেছে এই বাড়িটাতে। তথ্য সংস্কৃতি মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পদে পথ চলা। পরিষদীয় রাজনীতিতে তাঁর ব্যাপক কর্মকাণ্ড চালিয়ে ছিল এই চার দেওয়ার মধ্যেই। বেলা ১১টা নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের শববাহী শকট পৌছায় পশ্চিমবঙ্গ বিধানসভায়। 

আরও পড়ুন: https://tribetv.in/West-Bengal-Former-CM-Buddhadeb-Bhattacharya-Passed-away-on-today

এই মুহুর্তে বিধানসভায় তাঁর দল ও বামফ্রন্টের প্রতিনিধি নেই। কিন্তু তাতে কী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তো দল বা ফ্রন্টের নয় সারা রাজ্যের। আর তাই রাজ্যের মানুষের  তরফে নির্বাচিত এই সাদা বাড়ির সদস্যরা শেষ শ্রদ্ধা জানালেন তাঁকে। শাসক দলের প্রতিনিধি, বিরোধী বিজেপি দলের প্রতিনিধিরা মালা দেন। শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ অন্যান্যরা। বিধানসভায় তাঁকে শ্রদ্ধা জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: https://tribetv.in/WB-CM-Mamata-Banerjee-Last-tribute-to-Buddhadeb-Bhattacharjee

তাঁর সময় সিঙ্গুর,নন্দীগ্রামের জমি বিরোধী আন্দোলন দেখেছে রাজ্য। প্রশাসক হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য আরও কী সফল? তার মূল্যায়ন করবে ইতিহাস। তবে তাঁর আন্তরিক প্রয়াস ঘাঁটি ছিল তা সবাই স্বীকার করেন। যার অন্যতম স্মারক এই বিধানসভা। প্রাক্তন আগেই হয়েছিলেন,এদিন শেষবারের মতো বুদ্ধদেব ভট্টাচার্য বেরিয়ে গেলেন বিধানসভা থেকে। সেই অ্যাম্বাসেডরে নয়, শববাহী শকটে।