Durand Cup: প্রথম ট্রফি জিততে মরিয়া গতবারের ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, যুবভারতীতে ইতিহাস গড়তে চাইছে নর্থ ইস্ট

পরিসংখ্যান বলছে দুই দল এখনও পর্যন্ত মোট ১০ বার মুখোমুখি হয়েছে। তারমধ্যে ৭ বারই জিতেছে মোহনবাগান। দুবার জিতেছে নর্থ ইস্ট। একটি ম্যাচ ড্র হয়েছে। তবে শনিবার সেই পরিসংখ্যান বদলে যুবভারতীতে ইতিহাস রচনা করতে চাইছে নর্থ ইস্ট।

Durand Cup: প্রথম ট্রফি জিততে মরিয়া গতবারের ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান,  যুবভারতীতে ইতিহাস গড়তে চাইছে নর্থ ইস্ট
ডুরান্ড ফাইনালের আগে মুখোমুখি দুই কোচ (নিজ্স্ব চিত্র)

রিমিক মাঝি, কলকাতা: শনিবার যুবভারতীতে ডুরান্ড কাপের মেগা ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। ধারে ভারে মোহনবাগান এগিয়ে থাকলেও পরিসংখ্যান বদলে প্রথম ট্রফি জিততে মরিয়া নর্থ ইস্ট। অপরদিকে, মরশুমের প্রথম ট্রফি জিতে আইএসএল ও এএফসি কাপের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছে সবুজমেরুন ব্রিগেড। 

আরজি কর কাণ্ড নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য। সেই আবহেই শনিবার যুবভারতীতে ডুরান্ড কাপে মেগা ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। টুর্নামেন্টে দূরন্ত ছন্দে রয়েছে দুই দলই। দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ট, জেসন কামিংস, সুহেল ভাট, সামাদদের মতো তারকা খচিত মোহনবাগান ধারে ভারে অনেকটাই এগিয়ে। তবে টুর্নামেন্তে দূরন্ত ছন্দে রয়েছে শিলং-লাজং-কে হারিয়ে ফাইনালে ওঠা  নর্থ ইস্টও। মিচেল জাবাকো, নেস্টর, আজেরাইরাও গোলের মধ্যে রয়েছেন। তাই শনিবার যুবভারতী যে হাড্ডাহাড্ডি ও উপভোগ্য ম্যাচের সাক্ষী থাকতে চলেছেন তাতে কোনও সন্দেহ নেই।

 তবে নর্থ ইস্টকে সমীহ করলেও মরশুমের প্রথম ট্রফি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী গ্রেগ স্টুয়ার্ট। শেষ দুই ম্যাচে টাইব্রেকারে জিতে ফাইনালে উঠেছে মোহনবাগান। বাগানকে ফাইনালে তোলার নায়ক গোলকিপার বিশাল কায়েতের প্রশংসাও শোনা গেল সবুজ মেরুন তারকার মুখে। শেষ দুই ম্যাচে একাধিক গোল হজম করায় দলের রক্ষন যে ফাইনালের আগে সবুজমেরুন কোচ মলিনাকে চিন্তায় রাখবে তাতে কোনও সন্দেহ নেই। তবে ফাইনালে ডিফেন্স নিয়ে খুব একটা চিন্তিত নন গ্রেগ। টিম গেমে ভরসা রেখেই ঘরের মাঠে মরশুমের প্রথম ট্রফি জয়ের ব্যাপারে আত্মবিশাসী বাগান তারকা। 

আরও পড়ুন: https://tribetv.in/Adhir-Chowdhury-call-for-religious-leaders-to-protest-against-the-RG-incident

একই সুর শোনা গেল সবুজমেরুন কোচ জোসে মলিনার গলাতেও। সবুজমেরুনের কোচ হয়েই দলকে প্রথম ট্রফি এনে দিতে মরিয়া তিনি। তবে কোয়াটার ফাইনাল ও সেমি ফাইনালে টাইব্রেকারের জয়ের পুনরাবৃত্তি ফাইনালে হবে না বলেই আশাবাদী বাগান কোচ। নর্থ ইস্টকে সমীহ করেই ৯০ মিনিটেই ম্যাচের ফয়সলা চাইছেন বলে জানিয়ে দিলেন তিনি। সেইসঙ্গে, বিশাল কাইতের মতো গোলকিপার এইমূহুর্তে ভারতে নেই বলেও জানিয়ে দিলেন মলিনা। অপরদিকে পরিসংখ্যান বদলে নর্থইস্ট ইউনাইটেডকে প্রথম ট্রফি এনে দিতে মরিয়া কোচ জুয়ান পেদ্রো বেনালি। 

পরিসংখ্যান বলছে দুই দল এখনও পর্যন্ত মোট ১০ বার মুখোমুখি হয়েছে। তারমধ্যে ৭ বারই জিতেছে মোহনবাগান। দুবার জিতেছে নর্থ ইস্ট। একটি ম্যাচ ড্র হয়েছে। তবে শনিবার সেই পরিসংখ্যান বদলে যুবভারতীতে ইতিহাস রচনা করতে চাইছে নর্থ ইস্ট। ডুরান্ড কাপে দূরন্ত ছন্দে রয়েছে তাঁরা। রক্ষন বাঁচিয়ে দ্রুত আক্রমণে উঠছে। শেষ ৫ ম্যাচে প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্ট যেখানে ১২ গোল করেছে সেখানে মিচেল জাবাকো, নেস্টর, আজেরাইরা নর্থ ইস্টের হয়ে করেছেন ১৬ গোল।

আরও পড়ুন: https://tribetv.in/Man-allegedly-arrested-by-police-due-to-name-of-fraud-MP-Abhishek-Banerjee

শনিবারের ফাইনালে ঘরের মাঠে তারকা খচিত সবুজ মেরুন ব্রিগেড যে অন্যতম ফেভারিট তা এককথায় স্বীকার করে নিয়েছেন নর্থ ইস্টের কোচ বেনালি। তবে তাঁর দলও যে ইতিহাস তৈরি করতে পারে তার ইঙ্গিত শুক্রবার যুবভারতীতে সাংবাদিক সম্মেলনে দিয়ে রাখলেন তিনি। তবে ফাইনালের আগে বড় স্বস্তি সবুজমেরুন শিবিরে। বেঙ্গালুরুর বিরুদ্ধে সেমিফাইনালে চোট পাওয়া বাগান অধিনায়ক শুভাশিস বোস ফাইনালে খেলবেন বলে জানিয়ে দিলেন কোচ মলিনা। অপরদিকে ডুরান্ড ফাইনালে দলকে উজ্জীবিত করতে যুবভারতীর গ্যালোরিতে উপস্থিত থাকতে পারে নর্থ ইস্ট ইউনাইটেডের কর্ণধার তথা বলিউড অভিনেতা জন আব্রাহাম।