মেরামতি সহ রক্ষণাবেক্ষণের কাজ, রাতে আপাতত বন্ধ থাকবে মা উড়ালপুল

মা উড়ালপুলের মেরামতি সহ রক্ষনাবেক্ষনের জন্য রাত ১২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। জানুন বিস্তারিত...

মেরামতি সহ রক্ষণাবেক্ষণের কাজ, রাতে আপাতত বন্ধ থাকবে মা উড়ালপুল
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মা উড়ালপুলে শুরু হয়েছে মেরামতির কাজ। মঙ্গলবার রাত থেকেই অনির্দিষ্টকালের জন্য রাতে বন্ধ কলকাতার ব্যস্ততম মা উড়ালপুল। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, মা উড়ালপুলের মেরামতি সহ রক্ষনাবেক্ষনের জন্য রাত ১২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। 

রাস্তা এবং উড়ালপুলের দেওয়াল মেরামতি সহ একাধিক রক্ষণাবেক্ষণের কাজও সেরে ফেলবে। উড়ালপুলের একটি অংশে জল জমে যায় বলেও দীর্ঘ দিন ধরে অভিযোগ উঠছে। এই সুযোগে সেই অভিযোগের সুরাহা করা হবে বলেও জানা যাচ্ছে। উড়ালপুল দিয়ে বৃষ্টির জল বেরিয়ে যাওয়ার নিকাশির প্রণালীগুলিতে কিছু সমস্যা দেখা দিয়েছে। এ ক্ষেত্রে রাতে কাজের জন্য অনেকটা সময় পাওয়া যাবে। সেই সময়ের মধ্যে উড়ালপুলে জল জমার সমস্যার সমাধান করা যাবে বলে মনে করা হচ্ছে। পুজোর প্রায় আড়াই মাস আগেই রাস্তার কাজ সেরে ফেলতে তৎপর প্রশাসন।

আরও পড়ুন: https://tribetv.in/Indian-Wrestler-Vinesh-Phogat-disqualified-from-Paris-Olympics-final-due-to-overweight

তবে এজেসি বোস ফ্লাইওভার খোলা থাকবে। বিকল্প পথ হিসাবে বাইপাস থেকে আসা যানবাহন ৪ নম্বর ব্রিজ হয়ে সেভেন পয়েন্ট-পার্ক সার্কাস এভিনিউ-এজেসি বোস উড়ালপুল ফ্লাইওভার ধরতে পারবে। একইভাবে সমস্ত যানবাহন পি জি হাসপাতালের সামনে দিয়ে পার্ক সার্কাস নেমে সেভেন পয়েন্ট হয়ে দরগা রোড ধরে ৪ নম্বর ব্রিজ হয়ে সাইন্স সিটি ধরে বাইপাসের দুই দিকে রাতের বেলায় যেতে পারবে বলেই জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।