'সুযোগ পেলে TMC কর্মীদের আবার চাকরি দেব', মদনের মন্তব্য ঘিরে বিতর্ক

মঙ্গলবার রাতে Facebook Live-এ কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন,  ''আমাদের বহু ছেলে বহুদিন CPIM-এর আমলে চাকরি পাইনি। কয়েক কোটি বেকার রেখে সিপিএম চলে গিয়েছিল।

'সুযোগ পেলে TMC কর্মীদের আবার চাকরি দেব', মদনের মন্তব্য ঘিরে বিতর্ক

ট্রাইব টিভি ডিজিটাল: দিন যত গড়াচ্ছে ততই পেঁয়াজের খোসার মতো ছাড়াচ্ছে রাজ্যের নিয়োগ দুর্নীতির জট। পার্থ-মানিক, সুবীরেশ, কল্যাণময়, কুন্তল ও শান্তনুদের পর এবার নিয়োগ দুর্নীতি কান্ডে গ্রেফতার অয়ন শীল। ইতিমধ্যে বাড়ি ও অফিস থেকে রাজ্যের ৬০ এরও বেশি পৌরসভায় বেআইনিভাবে ৫০০০ নিয়োগের দুর্নীতির নথি পেয়েছে ইডি। তার মধ্যে মদন মিত্রের বিধানসভা কেন্দ্র কামারহাটি পৌরসভা ও রয়েছে। এই কামারহাটি পৌরসভাতেই সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী বলে ইডিসূত্রে খবর। আর এই পৌরসভায় নিয়োগ দুর্নীততে কামারহাটি পৌরসভার নাম জড়ানোর পরই ফেসবুকে নিজের এক বক্তব্য পোস্ট করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর Madan Mitra-এর এই বিস্ফোরক ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। 

মঙ্গলবার রাতে Facebook Live-এ কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন,  ''আমাদের বহু ছেলে বহুদিন CPIM-এর আমলে চাকরি পাইনি। কয়েক কোটি বেকার রেখে সিপিএম চলে গিয়েছিল। বেকাররা কি বেকারই থাকবে? নিয়মনীতি মেনে, প্রসেস মেনেই সত্যিকারের যোগ্য প্রার্থীদের বঞ্চিত না করে যদি TMC কর্মীদের চাকরি দেওয়া হয় সেটা কোনও অন্যায় নয়। আমি সু্যোগ পেলে তৃণমূল কর্মীদের আবার চাকরি দেব। ২০০২ থেকে শুরু করে ৩৪ বছর ধরে সিপিআইএম দিয়ে এসেছে। দিল্লিতে বিজেপি একতরফা ভাবে করে যাচ্ছে। আর তৃণমূল কর্মীরা চাকরি পাবে না? তবে হ্যাঁ, নিয়োগের মধ্যে যেন কোনও দুর্নীতি না থাকে এবং প্রকৃত প্রার্থী যারা পাশ করবেন, নায্য প্রার্থীকে বঞ্চিত না করে যাতে চাকরি হয়।  TMC কর্মীরা চাকরি পেলে দোষ তেমনটা নয়।''

https://fb.watch/jqt_k4zKkS/

এদিকে বিধায়কের মন্তব্যে উষ্মা প্রকাশ করে চাকরিপ্রার্থীরা বলেন, ''তাহলে কি সাধারণ চাকরিপ্রার্থীরা কোনও দিনই চাকরি পাবে না?'' অনেকেই আবার বলেন, ''দুর্নীতিগ্রস্থ সিপিএম-কে সরিয়ে পরিবর্তন চাওয়া মানুষ তৃণমূলকে এনেছিল। তাহলে তৃণমূলও যদি একই কাজ করলে তাহলে তৃণমূলকে ভোট দিয়ে কী লাভ সাধারণ মানুষের।''