Viral News: ব্যাগের ভিতর গরুর মাংস, ট্রেনের ভিতর সহযাত্রীদের হাতে প্রহৃত বৃদ্ধ

স্রেফ সন্দেহের বশে চলন্ত ট্রেনে গণপিটুনির শিকার এক ব্যক্তি। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বইয়ে গিয়েছে নিন্দার ঝড়। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন...

Viral News:  ব্যাগের ভিতর গরুর মাংস, ট্রেনের ভিতর সহযাত্রীদের হাতে প্রহৃত বৃদ্ধ
সহযাত্রীদের হাতে আক্রান্ত বৃদ্ধ।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আইন করেও দেশে থামানো যাচ্ছে না গণপিটুনির মত বর্বরোচিত ঘটনা। স্রেফ সন্দেহের বশে চলন্ত ট্রেনে গণপিটুনির শিকার এক ব্যক্তি। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বইয়ে গিয়েছে নিন্দার ঝড়। এমন হিংসাত্মক ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন নেটপাড়ার সদস্যরা। 

শনিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিক জেলায়। নাসিকের লগতপুরী রেল স্টেশনের (Igatpuri) কাছে। একটি দূরপাল্লার ট্রেনের ভিতর সহযাত্রীর কাছে আক্রান্ত হন ঐ বৃদ্ধ। রেলপুলিশ সূত্রে খবর,  আক্রান্ত ঐ বৃদ্ধের নাম হাজি আসরফ মুন্নার। তিনি জলগাঁও থেকে ট্রেনে করে কল্যানে তাঁর মেয়ের বাড়ি ঘুরতে যাচ্ছিলেন। ট্রেনে করে যাওয়ার সময় ঐ বৃদ্ধের কাছে থাকা একটি ব্যাগ দেখে সন্দেহ হয় আসেপাশের সহযাত্রীদের। ব্যাগে গরুর মাংস রয়েছে স্রেফ এই সন্দেহে  প্রায় দশ বারো জন যাত্রী মিলে তাঁকে গণপিটুনি দিতে শুরু করেন। 

আরও পড়ুন: https://tribetv.in/There-was-huge-change-in-west-Bengal-government-administrations-post-know-the-full-details-here

আক্রান্ত বৃদ্ধকে কেউ না ঠেকিয়ে বরং উন্মত্ত যাত্রীদের মারধরের ভিডিয়ো করতে থাকেন ঐ ট্রেনের কামরায় থাকা আরও অনেক যাত্রীরা। আর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। শুরু হয় সমালোচনার ঝড়। এরপর বিষয়টি রেলপুলিশের নজরে আসতেই দ্রুত ঐ কামরা থেকে আক্রান্ত বৃদ্ধকে উদ্ধার করা হয়। শুধু তাই নয়, ভিডিয়ো দেখে দোষীদের শনাক্ত করার কাজও শুরু করেছে রেলপুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে লগতপুরী রেল পুলিশ।