WB Chief Secretary: বাড়ল না বি পি গোপালিকার মেয়াদ, রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ পন্থ

শুক্রবার মনোজকে সেচ দফতরের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও ২৪ ঘণ্টার মধ্যে তাঁকেই করা হল মুখ্যসচিব।

WB Chief Secretary: বাড়ল না বি পি গোপালিকার মেয়াদ, রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ পন্থ
রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ পন্থ।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন মনোজ পন্থ। বিদায়ী মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকের মেয়াদ বৃদ্ধিতে দিল্লি অনুমোদন না কেন্দ্রের। যারফলে মনোজ পন্থকেই নতুন মুখ্যসচিব হিসাবে বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় মনোজ পন্থই যে রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন তাতে সিলমোহর নবান্ন। 

সূত্রের খবর, শুক্রবার আরও কয়েক জন আমলার দায়িত্বও বদলেছে নবান্ন। অর্থ দফতরের সচিব পদে মনোজের বদলে নিয়ে আসা হয় প্রভাতকুমার মিশ্রকে। প্রভাতকুমার সেচ ও জলসম্পদ দফতরের সচিব ছিলেন। মনোজকে সেচ দফতরের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও ২৪ ঘণ্টার মধ্যে তাঁকেই করা হল মুখ্যসচিব। অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার অফিসার রোশনি সেন এত দিন মৎস্য দফতরের সচিব পদে ছিলেন। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টরও ছিলেন। তাঁকে জল সম্পদ উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বাংলার নতুন মুখ্যসচিব হিসেবে মনোজ এমন একটা সময়ে দায়িত্ব নিচ্ছেন, যখন এক সামাজিক অস্থিরতার মধ্যে দিয়ে চলেছে রাজ্য। তার প্রভাব পড়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রেও। এই পরিস্থিতিকে সামলানোই এই মুহূর্তে মনোজ পন্থের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছে প্রশাসনিক মহলের অনেকে।