তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, বেঘোরে প্রাণ গেল নাবালিকার

তৃণমূল নেতা আবুল হোসেন গায়েনের বাড়িতে বেড়াতে আসে আত্মীয়-স্বজন। তার আট বছরের ভাগ্নি ঝুমা খাতুন বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে ঘটে যায় বিপত্তি

তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, বেঘোরে প্রাণ গেল নাবালিকার

ট্রাইব টিভি ডিজিটাল:মামার বাড়ি ঘুরতে যাওয়ায় কাল হল। কাঁকিনাড়ার পর এবার মিনাখাঁ। বোমা বিস্ফোরণের জেরে মৃত্যু হল নাবালিকার। বসিরহাটের মিনাখাঁ থানার চাপালি গ্রাম পঞ্চায়েতের গাইন পাড়ার ঘটনা। বুধবার সন্ধ্যে ছ'টা নাগাদ তৃণমূল নেতা আবুল হোসেন গায়েনের বাড়িতে বেড়াতে আসে আত্মীয়-স্বজন। তার আট বছরের ভাগ্নি ঝুমা খাতুন। অভিযোগ, বিচুলির নাড়ার মধ্যে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে  বিস্ফোরণ হয়, ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নাবালিকা ছাত্রীর। 

 ঘটনার খবর চাউর হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায় এসডিপি ও আমিনুল ইসলাম, মিনাখা থানার পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মন্ডলের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে প্রথমে মিনাখাঁ থানায় নিয়ে যাওয়া হয়। তারপরে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা নাবালিকাকে মৃত বলে ঘোষণা করে। 

 এদিকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন হচ্ছে কী কারণে বিচালি গাদার মধ্যে বোমা মজুত করেছিল। এর পিছনে কি রাজনৈতিক চক্রান্ত রয়েছে না অন্য কোন কারণ আছে ? যেহেতু সামনে পঞ্চায়েত নির্বাচন তার আগে বোমা মজুত করেছিল কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। তৃণমূল নেতা আবুল হোসেন গাইন কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।