Nepal Plane Crash : বিভীষিকাময় বিমানযাত্রা, ৪ জনের খোঁজে এখনও জারি তল্লাশি অভিযান

রবিবার রাতেই নেপালের বিমান দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করে সেদেশের প্রধানমন্ত্রীকে ট্যাগ করে টুইট বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Nepal Plane Crash :  বিভীষিকাময় বিমানযাত্রা, ৪ জনের খোঁজে এখনও জারি তল্লাশি অভিযান

ট্রাইব টিভি ডিজিটাল: নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। সোমবারেও জারি রয়েছে উদ্ধারকাজ। রবিবারই নেপালে বিমান দুর্ঘটনায় ৬৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে সরকারি তরফে। জানা গিয়েছে, এখনও ৪ জন নিখোঁজ রয়েছে। তাঁদের উদ্ধারকাজে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা। 

সূত্রের খবর, এর আগেও বহুবার বিমান দুর্ঘটনা নিয়ে সংবাদ শিরোনামে এসেছে হিমালয়ের দেশ নেপাল। রবিবারের বিমান দুর্ঘটনা কার্যত উস্কে দিয়েছে নেপালের ৩০ বছর আগের বিমান দুর্ঘটনার স্মৃতি। রবিবার সকালে ৬৮ জন যাত্রীকে নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে উড়ে গিয়েছিল ইয়েতি এয়ারলাইন্সের এই বিমান। ৬৮ জন যাত্রী ছাড়াও সেই বিমানে ৪ জন বিমান ক্রু ছিলেন। যাত্রা শুরুর মাত্র ২০ মিনিট পরেই পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কয়েক সেকেন্ড আগে ভেঙে পড়ে ওই বিমান। মাটিতে পড়েই তা থেকে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। একসঙ্গে এতজন সাধারণ মানুষের মৃত্যুর খবরে মর্মাহত আন্তর্জাতিক রাজনৈতিক মহল। 

রবিবার রাতেই নেপালের বিমান দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করে সেদেশের প্রধানমন্ত্রীকে ট্যাগ করে টুইট বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লেখেন, ''নেপালের বিমান দুর্ঘটনার খবরে আমি গভীর ভাবে শোকাহত। মর্মান্তিক এই ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় আমি গভীর ভাবে ব্যথিত। মৃতদের পরিবার, পরিজনদের প্রতি আমার গভীর সমবেদনা রইল''।  

প্রসঙ্গত, রবিবার বিমান দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়ে যায়। এখনও পর্যন্ত ৬৯ জনের দেহের খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে। এর মধ্যে ৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন। ইয়েতি এয়ারলাইন্সের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় ওই বিমানে মোট ১৫ জন বিদেশি নাগরিক, ছয়জন শিশু ছিল। বিমানে ছিলেন ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, ২ জন কোরিয়ান, ১ জন আর্জেন্টিনার বাসিন্দা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের ১ জন করে বাসিন্দা। সব যাত্রীদেরই মৃত্যু নিশ্চিত করে বিবৃতিও দিয়েছে নেপাল সরকার।