North Bengal News: উদয়নের 'দংশন' নিদান, ফের বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

দিনহাটার পাঁচ মাথার মোড়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সভা থেকে প্রতিবাদী এক মেয়েকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে দিনহাটা মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়। বিস্তারিত জানুন...

North Bengal News:  উদয়নের 'দংশন' নিদান, ফের বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর আবহের মধ্যেই বিতর্কিত মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। দিনহাটায় তৃণমূলের সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ''পরিকল্পিতভাবে বদনাম করা হচ্ছে। মানুষ বিভ্রান্ত হচ্ছেন। সাজিয়ে গুছিয়ে মিথ্যাচার করা হচ্ছে। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তা না হলে এসব বাড়তে থাকবে।'' 

এখানেই শেষ নয়, দিনহাটার পাঁচ মাথার মোড়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সভা থেকে প্রতিবাদী এক মেয়েকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে দিনহাটা মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়। গোটা বিষয়টিকে সাজানো ঘটনা বলে তিনি বলেন, 'একটা দংশনের পাল্টা পাঁচটা দংশনের দাওয়াই'। আর মন্ত্রীর এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বইয়ে গিয়েছে নিন্দার ঝড়। চলছে জোর সমালোচনা। 

আরও পড়ুন: https://tribetv.in/state-government-is-bringing-a-bill-in-the-West-Bengal-Legislative-Assembly-on-Tuesday-for-the-death-penalty-for-rape-case

 গত বুধবার TMCP-র প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের দিয়েছিলেন ফোঁস করার নিদান। তিনি বলেছিলেন, ''আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।''  আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন জেলার প্রতিটি ব্লকে চলছে অবস্থান-বিক্ষোভ। গত শনিবার দিনহাটায় প্রতিবাদ কর্মসূচি ছিল তৃণমূলের। আর সেখানেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা বক্তব্য রাখতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।