Ganesh Puja 2023: বাড়ির কাছে কেদারনাথ! গণেশ চতুর্থীতেই দর্শন করে আসুন...

কেদারনাথ মন্দির তৈরির ইতিহাস গোটা পুজো মন্ডপে তুলে ধরা হয়েছে। কথিত আছে, উত্তরাখণ্ড (Uttarakhand) রাজ্যে যে Kedarnath Temple-টি আছে সেটি প্রায়, ৪০০ বছর মাটির তলায় চাপা ছিল।

Ganesh Puja 2023: বাড়ির কাছে কেদারনাথ! গণেশ চতুর্থীতেই দর্শন করে আসুন...
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: কেদার দর্শন করতে মন টানছে? এবার ঘরে বসেই করে ফেলুন কেদারনাথ দর্শন। ঘরে বসে ঠিক নয়, ঘর থেকে একটু পা বাড়ালেই মিলবে কেদার দর্শনের সুযোগ। এবারের গণেশ (Ganesh Chaturthi) পুজোয় কলকাতায় (Kolkata Kedarnath) দেখা যাবে সব থেকে বড় কেদারনাথ মন্দির। জানা গিয়েছে, পাইকাপাড়া নব যুবসঙ্ঘের গণেশ পুজোয় এবারের আকর্ষণ 'কলকাতায় কেদারনাথ দর্শন'। 

এ বছরের গণেশ পুজোয় মুম্বইকে টেক্কা দিচ্ছে কলকাতা। কলকাতা পাইক পাড়ায় গনেশ পুজোতে এবারের থিম কেদারনাথ মন্দির। পুজো উদ্যোক্তাদের দাবি, এই কেদারনাথ মন্দিরটি সব থেকে উচ্চতর। প্রায় ৩ মাস ধরে এই পুজো মন্ডপটি তৈরি করা হয়েছে। প্রথমে বাঁশ দিয়ে মন্ডপটির কাঠামো তৈরি করা হয়। পরে তার উপর কাঠ দিয়ে কাঠামো। শেষে থার্মকল দিয়ে মন্ডপটিকে চুড়ান্ত রূপ দেওয়া হয়। যেমন উচ্চতর মন্দির। ঠিক তেমনই তার সঙ্গে গনেশ প্রতিমাটিও রূপ পেয়েছে। 

মূলত, কেদারনাথ মন্দির তৈরির ইতিহাস গোটা পুজো মন্ডপে তুলে ধরা হয়েছে। কথিত আছে, উত্তরাখণ্ড (Uttarakhand) রাজ্যে যে Kedarnath Temple-টি আছে সেটি প্রায়, ৪০০ বছর মাটির তলায় চাপা ছিল। পরে এই কেদারনাথ মন্দিরটি মাটির তলা থেকেই উদ্ধার হয়। সূত্রের খবোড়, সারা কলকাতায় যে কয়'টি গণেশ পুজো মন্ডপ তৈরি হয়েছে, কলকাতা পুলিশের হিসেবে এটাই সব থেকে উঁচু। এই পুজো কমিটির চেয়ারম্যান তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "এটা আমার বিধানসভা কেন্দ্রের সব থেকে বড় পুজো। মুম্বইয়ে যেমন ৭ দিন ধরে পুজো চলে। ঠিক সেই ভাবেই বাংলায় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে"। পুজো কমিটির অন্যতম সদস্য প্রিয়র্দশনী ভাওয়া বলেন, "কলকাতাও  মুম্বইয়ের মত এগিয়ে যাচ্ছে। গণেশ পুজো এবার এখানে যে ধরণের পুজো মন্ডপ তৈরি হয়েছে। সেটা কলকাতার সব থেকে উচ্চত্বর মন্ডপ"।