Morocco Earthquake: লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ভয়ঙ্কর ভূমিকম্পে শশ্মানের নিস্তব্ধতা মরক্কোয়

শনিবার স্থানীয় সময় রাত ১১টা নাগাদ প্রথম ভূমিকম্পে কেঁপে ওঠে ভূমধ্যসাগর ও আটলাটিক মহাসাগরের তীরবর্তী এই দেশ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮।

Morocco Earthquake: লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ভয়ঙ্কর ভূমিকম্পে শশ্মানের নিস্তব্ধতা মরক্কোয়
ভূমিকম্পের পরে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মরোক্কর শহর (ছবি সৌজন্যে-টুইটার)

ট্রাইব টিভি ডিজিটাল: মর্মান্তিক! মর্মান্তিক বললেও কম হবে। মাত্র কয়েক সেকেণ্ডের ভূমিকম্পে North Africa-র মরক্কোয় মৃতের সংখ্যা ছাড়াল ২০০০। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভয়াবহ ভূমিকম্পে এখনও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মুহুর্তের মধ্যে কার্যত ধংস্তুপে পরিণত হয়েছে ছবির মত শহর। চারিদিকে শুধুই হাহাকার আর স্বজন হারানোর কান্না। শশ্মানের নিস্তব্ধতা শহরজুড়ে। 

সূত্রের খবর, শনিবার স্থানীয় সময় রাত ১১টা নাগাদ প্রথম ভূমিকম্পে কেঁপে ওঠে ভূমধ্যসাগর ও আটলাটিক মহাসাগরের তীরবর্তী এই দেশ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। যা অনেকটাই বেশি বলে জানিয়েছেন আমেরিকান ভূত্বাত্তিকবিদরা। গতকাল রাতে উত্তর আফ্রিকার মরক্কো শহরে বিধ্বংসী ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০০। আহত অন্তত ১৩০৫। ভয়াবহ এই কম্পনে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি-গাড়ি, পর্যটন কেন্দ্র। কম্পনে বিপর্যস্ত বহু প্রত্যন্ত এলাকায় এখনও পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল। যারফলে বাড়ছে মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা। ভূমিকম্পে অক্ষত এক বাসিন্দা জানিয়েছেন, তখন রাত প্রায় ১১টা। খেয়ে শোওয়ার পরই হঠাৎ করে তীব্র কম্পন অনুভূত হয়। যেন মনে হচ্ছিল কেউ খাট উড়িয়ে নিয়ে যাচ্ছে। প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে দ্রুত বাইরে বেরিয়ে আসেন তাঁরা। 

সূত্রের খবর, এরপর রাত সাড়ে ১১টা নাগাদ দ্বিতীয় কম্পন অনুভূত হয়। যদিও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল অনেকটাই কম 4.9। সেই কম্পনও স্থায়ী হয় বেশকিছুক্ষণ। শুধু তাই নয়, ঘনঘন আফটার শকে কেঁপে ওঠে মরোক্ক। গতকালের ভূমিকম্পের উৎসস্থল ছিল অ্যাটলাস পার্বত্য এলাকা। তীব্র এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ম্যারাকেশে। ভূমিকম্পের পর কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মরোক্কর ম্যারাকেশে। গতকাল রাতে বাড়ি ফিরতে বারণ করা হয়েছিল ম্যারাকেশ ও আশেপাশের এলাকার বাসিন্দাদের। যারফলে কার্যৎ খোলা আকাশের নীচে রাত কাটাতে হয়েছে বহু মানুষকে।

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধ্বংস বিধ্বস্ত ম্যারেকেশের ছবি। শহরের পাশাপাশি কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে অজস্র গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনেস্কোর ঘোষিত মদিনা সহ বেশকিছু হেরিটেজ সাইট। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী Narendra Modi। বিপর্যস্ত মরোক্কর পাশে থাকা ও সবরকম ভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছে ভারত। মরোক্কয় ভূমিকম্পের ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা।