Bardhaman News: ওভার ব্রিজ মেরামতির কাজে দিনভর বন্ধ স্টেশন, ভোগান্তি যাত্রীদের

বর্ধমান স্টেশনের ওভারব্রিজে কাজের জন্য বর্ধমান পূর্ব শাখায় রবিবারের পাশাপাশি আগামী ২৪ ঘন্টা বন্ধ থাকবে  

Bardhaman News: ওভার ব্রিজ মেরামতির কাজে দিনভর বন্ধ স্টেশন, ভোগান্তি যাত্রীদের

ট্রাইব টিভি ডিজিটাল: সপ্তাহের শুরুতেই ভোগান্তি শুরু। পুরোনো ওভার ব্রিজ ভেঙে ফেলার জন্য রবিবার দিনভর বন্ধ থাকবে গোটা স্টেশন। শুধু রবিবারই নয়, আগামী ২৪ ঘণ্টায় ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়তে পারেন বর্ধমান-হাওড়া, হাওড়া-বর্ধমান সহ মেইন ও কড দুই লাইনের যাত্রীরা। 

সূত্রের খবর, বর্ধমান স্টেশনের ওভারব্রিজে কাজের জন্য বর্ধমান পূর্ব শাখায় রবিবারের পাশাপাশি আগামী ২৪ ঘন্টা বন্ধ থাকবে  লোকাল ট্রেন সহ দূরপাল্লা মেল বা এক্সপ্রেস ট্রেন চলাচল। ভোগান্তি রবিবার সকাল থেকেই হাওড়া স্টেশনে রেল যাত্রীদের।। যাত্রীদের অভিযোগ , ২৪ ঘন্টা বন্ধ থাকবে পূর্ব বর্ধমান শাখায় ট্রেন চলাচল তার আগে রেলকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো উচিত ছিল।

এদিকে ট্রেন বাতিলের কারণে, বর্ধমান পূর্ব শাখায় টিকিট না পাওয়ায় এমনটাই অভিযোগ করেন রেল যাত্রীরা। পূর্ব রেলে তরফ থেকে জানানো হয়েছে, কড লাইনে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। যাত্রীদের সমস্যা কিছুটা দূর করতে।

তবে রবিবার ছুটির দিন থাকায় সেইভাবে অসুবিধা না হলেও। সোমবার থেকে ভোগান্তির শিকার হতে পারে পূর্ব রেলের এই দুই শাখার যাত্রীরা। এমনটা আশঙ্কা প্রকাশ করছে যাত্রীদের একটা অংশ। যদিও রেলের তরফে পাঁচ তারিখ বন্ধ থাকার বিষয়ে আগেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল বলে জানানো হয়েছে বলে দাবি করা হয়।