Bankura News: পঞ্চায়েত ভোট মিটলেও বদলায়নি রাস্তার চিত্র! সোনামুখীতে TMC-BJP তরজা তুঙ্গে

কামারগোরে ব্রিজ থেকে চকাই পর্যন্ত প্রায় তিন কিলোমিটার। অন্যদিকে, সিমলা থেকে বীরসিংহপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তা। বিস্তারিত পড়ুন...

Bankura News:  পঞ্চায়েত ভোট মিটলেও বদলায়নি রাস্তার চিত্র! সোনামুখীতে TMC-BJP তরজা তুঙ্গে
বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে প্রতিবাদ ((নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: ভোট আসে ভোট যায়। তবুও দীর্ঘদিন ধরে বেহাল দশা রাস্তার। সব দেখেও প্রশাসনের উদাসীন ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তা বেহাল হয়ে পড়েছে রাতের অন্ধকারে এমনকি দিনের বেলাতেও যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামের সাধারণ মানুষদের। সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্কুলের পড়ুয়াদের। তারই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। এ ছবি সোনামুখী ব্লকের পিয়ারবেড়া পঞ্চায়েতের সিমলা গ্রামের।  

বিক্ষোভকারীদের দাবি, কামারগোরে ব্রিজ থেকে চকাই পর্যন্ত প্রায় তিন কিলোমিটার। অন্যদিকে, সিমলা থেকে বীরসিংহপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তা। তার উপর দীর্ঘদিন ধরে সংস্কার না থাকার কারণে রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত রাতের অন্ধকারে বাড়ছে দুর্ঘটনার পরিমাণ। তাদের দাবি, বারবার প্রশাসনকে জানানো হয়েছে রাস্তা সংস্কারের বিষয়ে কিন্তু মিলেছে আশ্বাস তারপরেও রাস্তা সংস্কারের কোনও রকম উদ্যোগ নেওয়া হয়নি। তারই প্রতিবাদে রবিবার সিমলা গ্রামে বিক্ষোভে দেখান গ্রামবাসীরা।  

এই বিষয়ে শ্রীকান্ত নায়ক তন্ময় নায়ক নামের বিক্ষোভরত গ্রামবাসীরা জানান, বারবার রাস্তা সংস্কারের বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু তারপরও রাস্তা সংস্কার হয়নি। তাই বাধ্য হয়ে এই বিক্ষোভ। তবে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অন্যদিকে, বিজেপির দাবি তৃণমূলের উদাসীনতার কারণে এই রাস্তা সংস্কার হচ্ছে না। যদিও তৃণমূলের দাবি, এলাকায় বিজেপি বিধায়ক রয়েছে। বিজেপি সাংসদ রয়েছে। তারা কি করছে? তারা এলাকার কোনও উন্নয়ন করছে না কেন। 

সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী জানান , গ্রামবাসীরা যে বিক্ষোভ দেখিয়েছে এটাই স্বাভাবিক ওই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। কিন্তু, তৃণমূলের যারা জন প্রতিনিধি রয়েছে। তারা ওই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়নি। এই সমস্যার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী বলে তিনি মনে করেন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্বেন্দু বন্দ্যোপাধ্যায় জানান, পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি সোনামুখী ব্লকের বিভিন্ন প্রান্তে রাস্তা তৈরি হচ্ছে। এখনও যে রাস্তাগুলির সমস্যা রয়েছে সেগুলিও দ্রুত কাজ হবে । এছাড়াও তিনি বলেন, ''ওই এলাকায় বিধায়ক রয়েছে তিনি মিথ্যা বলে মানুষের ভোট নিয়েছেন। আর এখন তিনি ঘুমিয়ে আছেন মানুষের কোন উন্নয়ন করছেন না''।