৪ দিনের আনন্দ শেষে বিচ্ছেদের বিজয়া, সিঁদুরখেলায় মাতলেন মহিলারা

রানীনগরের পাশাপাশি ডোমকল জলঙ্গি বিভিন্ন জায়গায় সিঁদুর খেলা চলছে আজ সকাল থেকে। অন্যদিকে, মা উমার বিদায় বেলায় মালদহের শরৎপল্লীতে শরৎপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি

৪ দিনের আনন্দ শেষে বিচ্ছেদের বিজয়া, সিঁদুরখেলায় মাতলেন মহিলারা

ট্রাইব টিভি ডিজিটাল: বিজয়া দশমীর দিন সিঁদুর খেলায় মেতে উঠলেন মহিলারা। আজকেই উমা বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি পাড়ি দেবে। শুভ বিজয়ার দিন বিষাদের সুর।

 শুভ বিজয়ার দিন একটু আনন্দ উপভোগ করতে মহিলারা সিঁদুর খেলায় মাতলেন। সকাল থেকেই মহিলারা মন্ডপে উপস্থিত হয়ে দশমীর পুজোর শেষে সিঁদুর খেলায় মেতে উঠলেন। একে অপরের গালে সিঁদুর মাখিয়ে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, প্রাচীন কাল থেকেই বিজয়া দশমীর দিন এই সিঁদুর খেলার প্রচলন রয়েছে। উৎসবের দিনগুলো খুব আনন্দে কাটানোর পর আজকে সবার মন খারাপ, বিষাদের সুর, কারণ উমা বাবার থেকে একবছরের জন্য কৈলাশে শ্বশুর বাড়ি পাড়ি দেবেন। এক বছরের জন্য অপেক্ষা করতে হবে উমার জন্য। তাই বিষাদের মধ্যেও সকলের মধ্যে একই সুর "আসছে বছর আবার হবে।''

 রানীনগরের পাশাপাশি ডোমকল জলঙ্গি বিভিন্ন জায়গায় সিঁদুর খেলা চলছে আজ সকাল থেকে। অন্যদিকে, মা উমার বিদায় বেলায় মালদহের শরৎপল্লীতে শরৎপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির মহিলারা মাতলেন সিঁদুর খেলায়। মহিলা পরিচালিত পুজো কমিটির সদস্য নিবেদিতা কুন্ডু বলেন, ''মাকে বিদায় বেলায় এলাকার সমস্ত মহিলারা এদিন সিঁন্দুর খেলায় মেতেছি।''