ইউক্রেন যুদ্ধের আবহেই ভারতে সফরের পরিকল্পনা পুতিনের

গত জানুয়ারি মাসেই রুশ সংবাদ মাধ্যমের তরফে জানা গিয়েছিল যে, এপ্রিল-মে নাগাদ জিনপিংকে রাশিয়া সফরে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন।

ইউক্রেন যুদ্ধের আবহেই ভারতে সফরের পরিকল্পনা পুতিনের

ট্রাইব টিভি ডিজিটাল:  তৃতীয় বার ক্ষমতায় এসেই ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া সফরে যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সামনের সপ্তাহেই মস্কো পৌঁছবেন তিনি। আমেরিকা ও পশ্চিমকে কড়া কূটনৈতিক বার্তা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন শি। অন্যদিকে, আগামী সেপ্টেম্বর মাসে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট পুতিন। 

গত জানুয়ারি মাসেই রুশ সংবাদ মাধ্যমের তরফে জানা গিয়েছিল যে, এপ্রিল-মে নাগাদ জিনপিংকে রাশিয়া সফরে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। একই দাবি করে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’। কিন্তু সূত্রের খবর, সামনের সপ্তাহেই মস্কো পৌঁছবেন তিনি। আমেরিকা ও পশ্চিমকে কড়া কূটনৈতিক বার্তা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন শি। এই সফরে শি স্পষ্ট করে দিলেন যে আমেরিকা ও ন্যাটো জোট চাপ দিলেও বন্ধু রাশিয়ার পাশেই থাকবেন তিনি। ভয়াবহ যুদ্ধ চলছে পূর্ব ইউক্রেনের বাখমুট শহরে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। বাখমুট দখল করতে পারলে দোনবাস শিল্পতালুক অনেকটাই রাশিয়ার হাতের নাগালে চলে আসবে। মরিয়া ইউক্রেনও। এহেন পরিস্থিতিতে শান্তি আলোচনার বার্তা দিয়েছে বেজিং।

এদিকে কমিউনিস্ট চিনের দাবি, রাশিয়াকে একঘরে করতে চক্রান্ত করা হচ্ছে। এদিকে, আগামী সেপ্টেম্বর মাসে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে পারেন পুতিন। ক্রেমলিন যা জানিয়েছে, তাতে মনে করা হচ্ছে, ভারতে আসতে পারেন পুতিন।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে আগের সোভিয়েত ইউনিয়নের সীমান্ত পেরোননি পুতিন। গত বছর নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত জি-২০ সম্মেলনে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছিলেন তিনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই সফরের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।