কাটল দু'দিনের স্বস্তি, সোমে ফের সিজিওতে সন্দীপ ঘোষ

প্রতি দিনই সকালে সিজিওতে হাজিরা দিয়ে টানা জিজ্ঞাসাবাদ সামনে বাড়ি ফিরতেন রাতে। কিন্তু গত শনি এবং রবিবার সেই নিয়মের ব্যহত হয়। জানুন বিস্তারিত...

কাটল দু'দিনের স্বস্তি, সোমে ফের সিজিওতে সন্দীপ ঘোষ
ফের CGO-তে সন্দীপ ঘোষ (ফাইল চিত্র)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৪৮ ঘণ্টা বিরতির পরে ফের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরা দিতে এলেন সন্দীপ ঘোষ। মাঝের দুদিন স্বস্তিতে থাকলেও ফের সিবিআইয়ের জেরা মুখে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এই নিয়ে গত ১৮ দিনে ১৬ বার সিবিআইয়ের মুখোমুখি হলেন সন্দীপ। তবে শুধুই কী জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে? যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সেই সন্দীপ ঘোষ, কবে গ্রেফতার হবে? এরকমই একাধিক প্রশ্ন তুলে এখনও প্রতিবাদে সূর রাজপথে। 

গত ১৬ অগস্ট থেকে ৩০ অগস্ট ১৫ দিনে সন্দীপকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ বার ডেকে পাঠানো হয়েছে সিবিআই দফতরে। যে একদিন তিনি যাননি। সেদিন সিবিআই (CBI) এসেছিল তাঁর বাড়িতে। সেখানে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হয় সন্দীপকে। বাকি দিন গুলিতে তিনি প্রতি দিনই সকালে সিজিওতে হাজিরা দিয়ে টানা জিজ্ঞাসাবাদ সামনে বাড়ি ফিরতেন রাতে। কিন্তু গত শনি এবং রবিবার সেই নিয়মের ব্যহত হয়। তার পরে আবার সোমবার সিবিআই দফতর হাজিরা দিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)।

আরও পড়ুন: https://tribetv.in/A-protester-was-allegedly-molested-during-the-anti-rape-movement-in-Dharmatala

আরজি হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও সন্দীপের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে হাসপালাতের চিকিৎসকরা। শুধু হত্যাকাণ্ড নয়, মৃতদেহ পাচার, হাসপাতালের ব্যবহৃত বর্জ, পরীক্ষার নামে পড়ুয়াদের থেকে টাকা নেওয়া সহ একাধিক অভিযোগ তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। একই অভিযোগে হাইকোর্টের (Calcutta High court) দ্বারস্থ হয়েছে সন্দীপের একসময়ের সহকর্মী।

আরজি হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় পাশাপাশি হাসপাতালের আর্থিক দূর্নীতি নিয়ে সন্দীপ ঘোষকে লাগাতার জেরা করে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। দু'দিনের বিরতির পর এবার ফের সিবিআই স্ক্যানারে সন্দীপ।