আদালত চত্বরে তুমুল বিক্ষোভ, ৮ দিনের সিবিআই হেফাজত সন্দীপের

তদন্তের স্বার্থে এদের ১০ দিনের সিবিআই হেফাজত দেওয়া হোক। সিবিআই এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তথ্য প্রমাণ মিলিয়ে দেখে আরও কারা জড়িত রয়েছে তাদের তদন্তের আওতায় আনতে চায়।  

আদালত চত্বরে তুমুল বিক্ষোভ, ৮ দিনের সিবিআই হেফাজত সন্দীপের
file image

অভ্রদ্বীপ দাস, কলকাতা: একটানা ১৫ দিনের জেরার মুখোমুখির পর সোমবার রাতেই গ্রেফতার হয়েছিলেন। স্বাস্থ্য দুর্নীতিতে সন্দীপ ঘোষ সহ চারজনের ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিলো আলিপুর আদালত। ১০ দিনের সিবিআই হেফাজতের আবেদন করা হয় সিবিআইয়ের তরফে। সিবিআই আদালতে আরও বলে, এই দুর্নীতির ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত। এদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খুব গুরুতর। তদন্তের স্বার্থে এদের ১০ দিনের সিবিআই হেফাজত দেওয়া হোক। সিবিআই এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তথ্য প্রমাণ মিলিয়ে দেখে আরও কারা জড়িত রয়েছে তাদের তদন্তের আওতায় আনতে চায়।  

আরও পড়ুন:  https://tribetv.in/WB-CM-Mamata-Banerjee-demand-pm-narendra-modi-resignation

অন্যদিকে অভিযুক্তদের আইনজীবীর দাবি, এদের যতবার সিবিআই ডেকেছে ততবার অভিযুক্তরা সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করেছে । অভিযুক্তদের বয়ান রেকর্ড করেছে সিবিআই। বিচারক অভিযুক্তদের আইনজীবীকে প্রশ্ন করেন, আফসার আলী কী ভাবে প্রাক্তন নিরাপত্তার রক্ষীর পদে নিযুক্ত হয়েছিলেন? অভিযুক্তদের আইনজীবী বিচারকে উত্তর দেন স্বাস্থ্য দফতর থেকে নিয়োগ করা হয়েছিল। আরও বেশ কিছুজন এর জন্য বেশ কিছু নিরাপত্তা রক্ষী নিয়োগ করেছিল স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন:  https://tribetv.in/Aparajita-Women-and-Child-act-bill-passed-in-west-Bengal-legislative-assembly-on-today


উল্লেখ্য, সোমবার রাতে সিজিও থেকে সন্দীপ ঘোষকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। এ দিন সন্ধ্যার পর থেকেই রবীন্দ্র সদনের কাছে নিজাম প্যালেসে সিবিআইয়ের তৎপরতা দেখেই অনুমান করা যাচ্ছিল, সম্ভবত আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিতে চলেছে সিবিআই। হলও তাই। আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলায় গ্রেফতার শাসক-ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুধু সন্দীপকেই নয় সন্দীপ ঘোষ ঘনিষ্ট দুই ব্যবসায়ী বিপ্লব সিং, সুমন হাজরা এবং সন্দীপ ঘোষের অতিরিক্ত নিরাপত্তা রক্ষী আফসার আলী কেও গ্রেফতার করে সিবিআই।