রাতের শহরে ফের শ্যুটআউট, বাবুঘাটে চলল চার'রাউন্ড গুলি

অভিযোগ, ঝামেলা চলাকালীন হঠাৎই পকেট থেকে বন্দুক বের করে চার’রাউন্ড গুলি চালিয়ে দেন টিঙ্কু। গুলির আঘাতে বালির মালিক অজিত এবং গাড়ির চালক আহত হন। জানুন বিস্তারিত...

রাতের শহরে ফের শ্যুটআউট, বাবুঘাটে চলল চার'রাউন্ড গুলি
file image

অভ্রদ্বীপ দাস, কলকাতা: রাতের শহরে ফের চলল গুলি। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে যখন কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ধর্ষণ বিরোধী আন্দোলন চলছে, ঠিক সেই সময় তার ঢিল ছোঁড়া দূরত্বে চলল গুলি। বাবুঘাট চত্বরে  বাজাকদম তলায় চলল পরপর চার রাউন্ড গুলি। রাতের শহরে গুলিবিদ্ধ ২ জন। 

গুলিবিদ্ধ দুজনই বর্তমানে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। এর পিছনে আসিফ নামে তপসিয়ার এক প্রোমোটার জড়িত রয়েছেন বলে অভিযোগ। আসিফ ও তাঁর ভাই আরিফকে প্রাথমিক ভাবে আটক পরে গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ।

আরও পড়ুন: https://tribetv.in/A-protester-was-allegedly-molested-during-the-anti-rape-movement-in-Dharmatala

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত ২টো নাগাদ বাবুঘাট সংলগ্ন এলাকায় অজিত রায়ের কাছ থেকে বালি কিনতে গিয়েছিলেন তপসিয়ার প্রোমোটার আসিফ আলি। আসিফ এলাকায় টিঙ্কু নামে পরিচিত। জানা যাচ্ছে, ৩৩ হাজার টাকার বালি ২৮ হাজারে কিনতে চাইছিলেন টিঙ্কু। অজিত তাতে রাজি না হওয়ায় সমস্যার সূত্রপাত।

প্রথমে তাঁকে হুমকি দেওয়া হয়। অভিযোগ, ঝামেলা চলাকালীন হঠাৎই পকেট থেকে বন্দুক বের করে চার’রাউন্ড গুলি চালিয়ে দেন টিঙ্কু। গুলির আঘাতে বালির মালিক অজিত এবং গাড়ির চালক আহত হন। ঘটনা স্থলে পৌঁছায় ময়দান থানা ও নর্থ পোর্ট থানার পুলিশ। এই ঘটনার অভিযোগের ভিত্তিতে ময়দান থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১১৮(১),১০৯/৩(৫) এবং অস্ত্র আইনের ২৫/২৭ ধারায় মামলা রুজু করে তদন্ত চালায়। সকালে ঘটনাস্থলে পৌঁছায় লালবাজারের হোমিসাইডে আধিকারিকরা।