Kurmi Protest News: আন্দোলনে নামছেন কুড়মিরা, ফের একাধিক ট্রেন বাতিলের আশঙ্কা

 বাংলার মধ্যে পুরুলিয়ার কুস্তাউড় এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল অবরোধের পরিকল্পনা রয়েছে কুড়মিদের।

Kurmi Protest News: আন্দোলনে নামছেন কুড়মিরা, ফের একাধিক ট্রেন বাতিলের আশঙ্কা
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল:  ফের কুড়মি আন্দোলনের জেরে  আগামী কাল থেকে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবার। বুধবার, ২০ সেপ্টেম্বর বেশ কয়েক দফা রাজনৈতিক দাবিতে নতুন করে আন্দোলন শুরু করার ডাক দিয়েছেন কুড়মি সম্প্রদায়ের মানুষরা। আন্দোলনের দিনক্ষণ ঘোষণা করার পরেই বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশা প্রশাসনের কাছে চিঠি দিয়ে আগেভাগেই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আবেদন দক্ষিণ-পূর্ব রেলের। একনজরে দেখে নিন প্রস্তাবিত কুড়মি আন্দোলনের জন্য কোন কোন ট্রেন বাতিল থাকছে... 

রেল সূত্রে খবর, আগামী 20.09.2023 (বুধবার) প্রস্তাবিত কুড়মি আন্দোলনের জেরে, দক্ষিণ-পূর্ব রেল বেশকিছু ট্রেন চলাচলের উপর নিয়ন্ত্রণ ঘোষণা করেছে। সেগুলি হল:-  পূর্ব রেলের নিম্নলিখিত দুটি ট্রেন বাতিল থাকবে:-

১) 13404 ভাগলপুর – রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ - 19.09.2023)
২) 18186 গোড্ডা – টাটানগর এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ 19.09.2023)
এছাড়া 19.09.2023 তারিখে যাত্রা শুরু করে পূর্ব রেলওয়ে সিস্টেমের মধ্য দিয়ে যাবে এমন সাতটি (7) অন্যান্য ট্রেনও বাতিল থাকবে  এই ট্রেনগুলি হল নিম্নরুপ :

১) 17007 সেকেন্দ্রাবাদ - দারভাঙ্গা এক্সপ্রেস। 
২) 28182 কাটিহার - টাটানগর এক্সপ্রেস। 
৩) 22511 লোকমান্য তিলক টার্মিনাল - কামাখ্যা এক্সপ্রেস।
 ৪) 15662 কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস। 
৫) 15028 গোরখপুর - হাতিয়া মৌর্য এক্সপ্রেস।
 ৬) 13288 রাজেন্দ্র নগর টার্মিনাল - দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস।
 ৭) 07052 রাক্সৌল - সেকেন্দ্রাবাদ স্পেশাল।

প্রসঙ্গত, সোমবারই সংস্থার মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্যকুমার চৌধুরি বলেন, ''অতীতে এমন আন্দোলনের জেরে কী ভাবে ট্রেন পরিষেবা ভেঙে পড়ে সেটা আমরা সবাই দেখেছি। যে ধরনের দাবি নিয়ে এই আন্দোলন, তার কোনওটাই ট্রেনের সঙ্গে সম্পর্কিত নয়। এই কারণেই আমরা তিন রাজ্যের পুলিশের ডিরেক্টর জেনারেলের দফতরে চিঠি দিয়েছি।'' এদিকে বাংলার মধ্যে পুরুলিয়ার কুস্তাউড় এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল অবরোধের পরিকল্পনা রয়েছে কুড়মিদের। এছাড়াও ওড়িশার জরাইকেলা এবং আঁউলাঝোরি ও ঝাড়খণ্ডের গালুডি, চান্ডিল, মুরি এবং মনোহরপুরেও ট্রেন অবরোধের পরিকল্পনা রয়েছে আন্দোলনকারীদের।