উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিলাপে বাড়তি টাকা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় সরকারি স্কুল

বাঁকুড়ার জোড়হিড়া এস সি হাইস্কুলে চলতি বছর কলা বিভাগের ৩২৪ জন পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে।

উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিলাপে বাড়তি টাকা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় সরকারি স্কুল

ট্রাইব টিভি ডিজিটাল: উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিলাপে সরকার নির্ধারিত টাকার তুলনায় বেশি টাকা চাইছে স্কুল কর্তৃপক্ষ। এই অভিযোগ তুলে স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা ব্লকের জোড়হিড়া এস সি হাইস্কুলে। 

বাঁকুড়ার জোড়হিড়া এস সি হাইস্কুলে চলতি বছর কলা বিভাগের ৩২৪ জন পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। আগামী ৫ ও ৬ ডিসেম্বর এই পড়ুয়াদের ফর্ম ফিলাপের দিন নির্ধারণ করে নোটিশ দেয় স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, এই নোটিশে ফর্ম ফিলাপের জন্য পড়ুয়াদের প্রত্যেককে ৩৮০ টাকা করে দেওয়ার কথা বলে স্কুল কর্তৃপক্ষ। এই নোটিশ পড়তেই পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়ে। 

এই বিষয়ে পড়ুয়াদের একটা বড় অংশের দাবি, সরকার নির্ধারিত পরীক্ষার ফি'র তুলনায় বেশি টাকা নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি পড়ুয়াদের আরও অভিযোগ, স্কুলে ল্যাবোরেটারির পরিকাঠামো না থাকা সত্বেও অন্যায় ভাবে পড়ুয়াদের কাছ থেকে ল্যাবোরেটারি ফি বাবদ টাকা নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।  আর এই অভিযোগগুলিকে সামনে রেখেই  স্কুলের প্রধান শিক্ষকের অফিসের সামনে তুমুল বিক্ষোভে ফেটে পড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। অবিলম্বে বাড়তি এই টাকা নেওয়ার সিদ্ধান্ত বদল না করলে সেক্ষেত্রে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে পড়ুয়ারা।  

স্কুল কর্তৃপক্ষ বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছে। স্কুলের প্রধান শিক্ষকের দাবী সরকারী ভাবে নির্ধারিত ফর্ম ফিলাপের ফি নেওয়া হলেও তার সাথে স্কুলের কনটিজেন্সি কর্মীদের বেতনের জন্য বাড়তি কিছু করে টাকা পড়ুয়াদের কাছ থেকে নেওয়া হচ্ছে।