Suvendu Adhikari: ফিরিয়ে নেওয়া হোক বিনীত গোয়েলের পুলিশ মেডেল, রাষ্ট্রপতি-শাহকে চিঠি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী ওই প্রস্তাব দিয়ে একটি চিঠি লিখেছেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। পাশাপাশি, আরও একটি চিঠি তিনি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও।

Suvendu Adhikari: ফিরিয়ে নেওয়া হোক বিনীত গোয়েলের পুলিশ মেডেল, রাষ্ট্রপতি-শাহকে চিঠি শুভেন্দুর

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে চলছে প্রতিবাদ মিছিল। অব্যাহত বিক্ষোভ। কলকাতা পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যে লালবাজার অভিযানেও নামেন তাঁরা। পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে সিপি বিনীত গোয়েলের হাতে ডেপুটেশন জমা দেন জুনিয়র চিকিৎসকরা। টানা ২২ ঘণ্টা অবস্থান বিক্ষোভের পর পুলিশ তাঁদের দাবি মেনে নিলে উঠে যায় বিক্ষোভ। কিন্তু এখানেই শেষ নয়। এবার কমিশনারের থেকে পদক ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

শুভেন্দু অধিকারী ওই প্রস্তাব দিয়ে একটি চিঠি লিখেছেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। পাশাপাশি, আরও একটি চিঠি তিনি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। যাঁর মন্ত্রকের অধীন দেশের পুলিশবাহিনী। দু’টি চিঠিতেই শুভেন্দু স্পষ্ট করে জানিয়েছেন, ওই পুলিশি কৃতিত্বের ওই পদক পাওয়ার 'যোগ্য নন' বিনীত। কারণ, তাঁর নেতৃত্বাধীন কলকাতা পুলিশ আরজি কর-কাণ্ডের তদন্তে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। 

আরও পড়ুন: https://tribetv.in/Communal-tension-in-Telangana-town-over-rape-attempt-on-tribal-woman-shops--houses-set-on-fire

তিনি লেখেন, ''ফিরিয়ে নেওয়া হোক বিনীত গোয়েলের পুলিশ মেডেল। আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে ফিরিয়ে নেওয়া হোক মেডেল। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার ওই দু'টি চিঠিই নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন শুভেন্দু। তাতে দেখা যাচ্ছে শুভেন্দু রাষ্ট্রপতিকে লিখেছেন, পুলিশের কাজের কৃতিত্বকে সম্মান জানাতেই ভারতের রাষ্ট্রপতি ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ এবং ‘পুলিশ মেডেল’ দেওয়ার নিয়ম চালু করেছে। তবে ওই মেডেলের কৃতিত্ব কারও একার নয়। সব সময়েই দলগত। সম্মান জানানোর ক্ষেত্রে দলের বদলে দলপতি, অর্থাৎ পুলিশের পদাধিকারীকে ওই পদক দেওয়া হয়। সঙ্গে দেওয়া হয় নানা সুযোগ, কিছু সুবিধা এবং আর্থিক পুরস্কারও। শুভেন্দু জানিয়েছেন, ২০১৩ এবং ২০২৩ সালে বিনীতও পুলিশের কৃতিত্ব জনিত ওই দু’টি সম্মান লাভ করেছিলেন। কিন্তু তিনি ওই পদকের মর্যাদা রাখতে পারেননি।