Jaynagar Shoot Out News: নামাজ পড়তে যাওয়ার পথে শ্যুট আউটে খুন অঞ্চল সভাপতি, জোড়া খুনে অগ্নিগর্ভ জয়নগর

তৃণমূল নেতা খুনে অগ্নিগর্ভ জয়নগর। জোড়া খুনের প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে দলুয়াখাকি এলাকা। পুলিশের সামনেই অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর, আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। জানুন বিস্তারিত...

Jaynagar Shoot Out News:  নামাজ পড়তে যাওয়ার পথে শ্যুট আউটে খুন অঞ্চল সভাপতি, জোড়া খুনে অগ্নিগর্ভ জয়নগর
নিহত TMC অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্কর।

ট্রাইব টিভি ডিজিটাল: উৎসবের শেষলগ্নে ফের উত্তপ্ত বাংলা। বগটুইকাণ্ডের ছায়া জয়নগরে (Jaynagar)। দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) জোড়া খুনের অভিযোগ। শ্যুট আউটে (ShootOut) খুন তৃণমূলের অঞ্চল সভাপতি (TMC)। পুলিশ জানিয়েছে মৃতের নাম, সাইফুদ্দিন লস্কর( ৪৩ )। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জয়নগরের দলুয়াখাকি এলাকায়। সূত্রের খবর, বাড়ির কাছেই মসজিদে নমাজ পড়তে যাওয়ার সময় দুষ্কৃতীদের অতর্কিত হামলায় খুন হন সাইফুদ্দিন লস্কর। মৃত ওই ব্যক্তি জয়নগর থানার বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এছাড়াও তিনি বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি।

মৃত সাইফুদ্দিন লস্করের স্ত্রী সেরিফা বিবি লস্কর জানান, হঠাৎ গুলির শব্দ শুনেই লোকজন ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে জয়নগর এক নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর পেয়েই পদ্মেরহাট হাসপাতালে যান বারুইপুর (Baruipur) পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক বিভাষ সরদার। তিনি জানান,  এই খুনের ঘটনায় দুষ্কৃতীরাই ঘটিয়েছে। পুলিশ এখনও পর্যন্ত দু'জনকে ধরতে পেরেছে। গোটা বিষয়টির সঠিক তদন্ত না হলে এখনই বলা যাবে না কারা এই কুকাজের সঙ্গে যুক্ত। 

এদিকে তৃণমূল নেতা খুনে অগ্নিগর্ভ জয়নগর। জোড়া খুনের প্রতিবাদে সোমবার সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হউএ ওঠে দলুয়াখাকি এলাকা। পুলিশের সামনেই অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর, আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। আগুন নেভাতে দমকল বাহিনী আসলে, তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয়, পাল্টা এক দুস্কৃতীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। আর এদিকে গোটা ঘটনায় চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। দোষ পাল্টা দোষারোপে রীতিমত অগ্নিগর্ভ পরিস্থিতি রাজ্য রাজনীতির (West Bengal News)।