Malda News: হাইকোর্টের রায়ে বিপাকে TMC নেতা, চাকরি গেল মেয়ে-জামাইয়ের

তৃণমূল নেতা প্রকাশ দাসের দুই মেয়ে মাম্পি দাস ও শম্পা দাস। এছাড়াও তাঁদের এক জামাই বিপ্লব দাস।

Malda News: হাইকোর্টের রায়ে বিপাকে TMC নেতা, চাকরি গেল মেয়ে-জামাইয়ের

ট্রাইব টিভি ডিজিটাল: নিয়োগ দুর্নীতি নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগের শেষ নেই। দিন যত গড়াচ্ছে ততই পেঁয়াজের খোসার মতো খুলছে  অপরাধের জট। শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতির রহস্য অনুধাবনে ইতিমধ্যে চাকরি গিয়েছে বহু মানুষের। এবার সেই তালিকায় নাম জড়াল আরও এক TMC নেতার মেয়ে- জামাইয়ের। 

সূত্রের খবর, মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর গ্রামের বাসিন্দা প্রকাশ দাস। ওই তৃণমূল নেতা প্রকাশ দাসের দুই মেয়ে মাম্পি দাস ও শম্পা দাস। এছাড়াও তাঁদের এক জামাই বিপ্লব দাস। শুক্রবার কলকাতা হাইকোর্টের রায়ে গ্রুপ সি'র চাকরি খুইয়েছেন ওই TMC নেতার দুই মেয়ে সহ জামাই। যদিও ইতিমধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে Group-C পদে চাকরি হারিয়েছেন মোট ৮৪২ জন। আর সেই চাকরি বাতিলের তালিকায় নাম ছিল প্রকাশ দাসের দুই মেয়ে ও জামাইয়ের।    

জানা গিয়েছে, তৃণমূল নেতা মাম্পি দাস হরিশ্চন্দ্রপুর হাই স্কুল, শম্পা দাস হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয় ও বিপ্লব দাস কনুয়া ভবানীপুর হাইস্কুলে ক্লার্ক পদে কর্মরত ছিলেন। এদিকে তাঁদের চাকরি হারানোর খবর জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকায়। এলাকাবাসীদের দাবি, ''মোটা টাকার বিনিময়ে শুধুমাত্র তৃণমূল করার জন্য একই পরিবারের তিনজন চাকরি পেয়ে গিয়েছিল। অন্যদিকে, এলাকার প্রকৃত মেধাবী ছাত্র-ছাত্রীরা বেকার হয়ে ঘরে বসে রয়েছেন। তাই হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে সকলে।'' 

এদিকে স্থানীয় এক মহিলা তৃণমূল কর্মীর দাবি, চাকরির জন্য তারা ২৪ লক্ষ টাকা দিয়েছিল। সমগ্র ঘটনায় দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে কার্যতা এক হাত নিয়েছে বিজেপি। পাল্টা সাফাই তৃণমূলের। কোনও রকম প্রতিক্রিয়া দেননি প্রকাশ দাস বা তার পরিবার। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ডিআই অফিস থেকে এখনও পর্যন্ত কোনও তথ্য আসেনি এই সংক্রান্ত।