Abhishek Banerjee News: সাড়ে ৬ হাজার পাতার নথি পেশ, মাত্র ১ ঘন্টাতেই জিজ্ঞাসাবাদ শেষ ইডির!

বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ কালো গাড়িতে চেপে কালীঘাট থেকে রওনা দেন অভিষেক। বেলা ১১টা ৫ মিনিটে নাগাদ পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে।

Abhishek Banerjee News:  সাড়ে ৬ হাজার পাতার নথি পেশ, মাত্র ১ ঘন্টাতেই জিজ্ঞাসাবাদ শেষ ইডির!
CGO থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: মাত্র একঘণ্টা! তার থেকেও কম সময়ে CGO কমপ্লেক্স ছাড়লেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড Abhishek Banerjee। বৃহস্পতিবার ইডির ষষ্ঠ তলবে নির্ধারিত সময়ের কিছু আগেই সশরীরে হাজির হয়েছিলেন সল্টলেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে। কিন্তু অতীতের মত এদিন ঘন্টার পর ঘণ্টা ডায়মণ্ড হারবারের সাংসদকে কাটাতে হয়নি CGO-তে। মাত্র ১ ঘন্টার মধ্যেই যাবতীয় নথি জমা দিয়ে সিজিও কমপ্লেক্স ছাড়েন তিনি। 

বৃহস্পতিবার ইডি দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন TMC-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, '' সাড়ে ৬ হাজার পাতার নথি জমা দিয়েছি। সেগুলো দেখতে তদন্তকারীদের সময় লাগবে। নথি দেখে যদি আমাকে আবার ডাকে আমি আসব।'' ভবিষ্যতেও তদন্তে সহযোগিতার আশ্বাস দিলেন তৃণমূল সাংসদ। এদিন কিছু নথি জমা দিতে এসেছিলেন অভিষেক। একইসঙ্গে তাঁর দাবি, ''এই নথি দেখে যদি মনে করেন তদন্তকারীর আবার ডাকবেন, জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, তাহলে আবার আসব। শুধু নথি পাঠিয়ে দিতে পারতাম। কিন্তু তা করিনি। তদন্ত এড়াতে কোনওদিন কোনও অজুহাত খুঁজিনি।'' 

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ কালো গাড়িতে চেপে কালীঘাট থেকে রওনা দেন অভিষেক। বেলা ১১টা ৫ মিনিটে নাগাদ পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। তার আগেই ইডি দফতর চত্বর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়। আগে থেকেই ইডি দফতরে হাজির ছিলেন মামলার তদন্তকারী অফিসাররা। ১ ঘণ্টার মধ্যে ৬ হাজার পাতার উত্তর দিয়ে তিনি বেরিয়ে আসেন।