অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত গোটা বাড়ি

বাড়িতে আগুন লাগার আঁচ পেয়ে বাড়ির লোকজনই আগুন নেভানোর কাজে হাত দেন

অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত গোটা বাড়ি

অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত গোটা বাড়ি। চোখের জলে সময় কাটছে পরিবারের। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের ডিএস কলোনিতে সোমবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের খবর, রাত দুটো নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রথমে বাড়িতে আগুন লাগার আঁচ পেয়ে বাড়ির লোকজনই আগুন নেভানোর কাজে হাত দেন, পরে প্রতিবেশীরাও আগুন নেভানোর জন্য ঝাপিয়ে পড়েন। এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেন শিলিগুড়ি দমকল বিভাগকে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল কর্মীরা সময় মত ঘটনাস্থলে পৌঁছনোর কারণে আগুন ছড়িয়ে পড়েনি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও আগুনের গ্রাসে চলে গেছে গোটা বাড়ি। ফলে ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার। মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশও। কিভাবে এই আগুন লাগল তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পাশাপাশি বাড়িগুলোতেও ব‍্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে। মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে এলাকায় যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন মেয়র।