Southern Railway: বিনা টিকিটে ভ্রমণ, জরিমানা আদায় করে ইতিহাস গড়লেন রোসালিন

স্টেশনে প্রচুর ভিড়। তবু কোন যাত্রীর কাছে টিকিট নেই তা দীর্ঘ অভিজ্ঞতায় নিমেষেই ধরে ফেলেন টিকিট পরীক্ষকরা

Southern Railway:  বিনা টিকিটে ভ্রমণ, জরিমানা আদায় করে ইতিহাস গড়লেন রোসালিন

ট্রাইব টিভি ডিজিটাল: বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ দন্ডনীয় অপরাধ। আমাদের প্রতিদিনের রেলযাত্রায় এটি একটি খুব সাধারণ ব্যাপার। কারণ টিকিট ছাড়া ট্রেনে চাপলে ধরা পড়লেই গুনতে হয় মোটা টাকা জরিমানা। এবার টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায়ে রেকর্ড গড়ল দক্ষিণ ভারতীয় রেল। ভারতীয় রেলের দক্ষিণ শাখায় মুখ্য টিকিট পরীক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত রোসালিন আরোকিয়া মেরি। যিনি বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায়ে রেকর্ড গড়েছেন। 

স্টেশনে প্রচুর ভিড়। তবু কোন যাত্রীর কাছে টিকিট নেই তা দীর্ঘ অভিজ্ঞতায় নিমেষেই ধরে ফেলেন টিকিট পরীক্ষকরা। শুধু বিনা টিকিটের যাত্রীদের ধরপাকড়ই নয়, ধৈর্যসহকারে তাঁদের বোঝানও যে, বিনা টিকিটে ভ্রমণ কেন অন্যায়? আর ধৈর্যশীল কাজ এবং বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ১ কোটি ৩ লক্ষ টাকা জরিমানা সংগ্রহে রেলের আয়ের ইতিহাসে রেকর্ড করেছেন রোসালিন আরোকিয়া মেরি নামের ওই মহিলা রেল টিকিট পরীক্ষকক।

জানা গিয়েছে, ভারতীয় রেলের (Indian Railway) ইতিহাসে তিনিই এত বিপুল পরিমাণ জরিমানা হিসেবে টাকা সংগ্রহে প্রথম মহিলা হিসাবে ইতিহাস গড়লেন। দীর্ঘদিন ধরে দক্ষিণ ভারতীয় রেলওয়েতে কর্মরত রয়েছেন রোসেলিনা। চিফ টিকিট চেকার হিসাবে নজির গড়েছেন তিনি। ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা হিসাবে এক কোটি টাকার বেশি জরিমানা সংগ্রহ করেছেন তিনি। কাজের প্রতি রোসেলিনার দক্ষতা ও সততার প্রতি সম্মান জানিয়ে টুইট করা হয়েছে রেলমন্ত্রকের (Rail Ministry) তরফেও। শুধু রেলমন্ত্রকই নয়, তাঁর এই অসামান্য দক্ষতা ও কর্মক্ষমতাকে কুর্নিশ জানিয়েছে নেটিজেনরাও। রোসালিন আরোকিয়া মেরির মতোন নারীদের ঘরে ঘরে প্রয়োজন বলেও জানিয়েছেন অনেকেই।