TMC Leader Murder: আমডাঙায় খুন পঞ্চায়েত প্রধান, ধৃত ১

৩৪ নং জাতীয় সড়কের (NH 34) পাশে কামদেবপুর হাটে গিয়েছিলেন রূপচাঁদ মণ্ডল। এই হাট নিয়ে মাস কয়েক আগে তাঁর সঙ্গে বচসা হয়েছিল কয়েকজনের। জানুন বিস্তারিত...

TMC Leader Murder: আমডাঙায় খুন পঞ্চায়েত প্রধান, ধৃত ১
আমডাঙায় অর্জুন সিং (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: এখনও দগদগে জয়নগরের তৃণমূলের অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্কর খুনের স্মৃতি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই খুন আরও এক তৃণমূল নেতা। ঘটনাস্থল আমডাঙ্গা। উত্তর ২৪ পরগণার আমডাঙার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের উপর হামলা। সোমবার জয়নগরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সইফুদ্দিন লস্করকে খুনের পর বৃহস্পতিবার আমডাঙার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে বোমা মেরে খুনের অভিযোগ উঠেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে তৃণমূল নেতা খুন নিয়ে উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার আমডাঙায় বোমাবাজি। বোমা হামলায় মৃত্যু তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। মৃতের নাম রূপচাঁদ মণ্ডল। জখম অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বারাসত মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, সেখান থেকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার প্রতিবাদে শুক্রবার ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল নেতা-কর্মীরা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩৪ নং জাতীয় সড়কের (NH 34) পাশে কামদেবপুর হাটে গিয়েছিলেন রূপচাঁদ মণ্ডল। এই হাট নিয়ে মাস কয়েক আগে তাঁর সঙ্গে বচসা হয়েছিল কয়েকজনের। সেবারের মতো বিষয়টি চাপা পড়লেও  বৃহস্পতিবার সন্ধ্যায় রূপচাঁদ হাটে আসামাত্র তাঁর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হামলা পূর্ব পরিকল্পিত।

দুষ্কৃতীরা জানতেন যে এই সময়েই তিনি হাটে আসবেন। সেই কারণে সময় বেছে রূপচাঁদের উপর বোমাবাজি করা হয়েছে। বোমা হামলায় রক্তাক্ত হন রূপচাঁদ মণ্ডল। তাঁর কাঁধে গুরুতর আঘাত রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে আমডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বারাসতে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ওই হাসপাতালে আসেন সাংসদ অর্জুন সিং এবং আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান। পরে অর্জুন সিং জানান, প্রধানের মৃত্যু হয়েছে। বেসরকারি হাসপাতালে নিয়ে আসার পরই তার মৃত্যু হয় বলে সাংসদ জানিয়েছেন। আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান জানান, পুলিশ সঠিক তদন্ত করে অপরাধী সঠিক শাস্তি দেবে বলে তিনি আশাবাদী। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত তা বিধায়কের জানা নেই বলে জানিয়েছেন। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে আমডাঙ্গা থানার পুলিশ।